ওয়েব ডেস্ক: দেশের ছোটপর্দায় মাতাচ্ছে জি টিভির কুমকুম ভাগ্য। BARC-ইন্ডিয়ার বিচারে এখন দেশের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল নির্বাচিত হল একতা কাপুর প্রযোজিত কুমকুম ভাগ্য। দু নম্বরে থাকা জি আনমোল সিরিয়ালের জোধা আকবর-এর থেকে বেশ কিছুটা এগিয়ে মা ও দুই মেয়ের জীবনের কাহিনি নিয়ে তৈরি হওয়া জি টিভির এই সিরিয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বলিউডের কোন তারকার শিক্ষাগত যোগ্যতা কী জানুন



জীবনের প্রতি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পন্ন দুটি মানুষ কিভাবে একে অপরের কাছাকাছি আসেন, সেটা নিয়েই এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। সিরিয়ালটিতে অভিনয় করা শাব্বির আহলুওয়ালিয়া এবং স্মৃতি ঝাড় পেয়েছেন দারুণ প্রশংসা। রাত ৯টায় জি টিভি ও জি টিভি এইচ ডি-তে দেখানো হয় এই সিরিয়ালটি।