নিজস্ব প্রতিবেদন: শাশুড়ি বৌমার কূটকচালিতে যখন দমবন্ধ পরিস্থিতি তখন ছোটপর্দায় খোলা হাওয়ার মতো হাজির হয়েছিলেন গোয়েন্দা গিন্নি (Goyenda Ginni)। গোয়েন্দাগিরি নিয়ে বাঙালির আগ্রহের শেষ নেই তা বইয়ের পাতায় হোক বা সিনেমার পর্দায় কিংবা ধারাবাহিকে। গোয়েন্দা গল্প সবসময়ই জনপ্রিয়তার উর্ধ্বে। গোয়েন্দা গিন্নি ধারাবাহিকের গোয়েন্দাকে আগে দেখেনি বাংলা সাহিত্য বা সিনেমা। গোয়েন্দা গিন্নি পরমা মিত্র, যিনি একাহাতে সামলান সংসার অন্যদিকে বুদ্ধি দিয়ে সমাধান করেন জটিল রহস্যের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোয়েন্দা গিন্নির হাত ধরে অনেকদিন পর বাংলা ধারাবাহিকে ফিরেছিলেন ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। তাঁর অভিনয় দক্ষতায় গোয়েন্দা গিন্নি সহজেই পৌঁছে গিয়েছিল দর্শকদের ড্রয়িং রুমে। ইন্দ্রানীর সেই চরিত্র অনুপ্রেরণা জুগিয়েয়ে অনেক গৃহবধূকেই। সাপোর্টিভ বর, যৌথ পরিবার, দুই জায়ের প্রতিযোগিতা ও ভালোবাসা সবমিলিয়ে গোয়েন্দা গিন্নির সঙ্গে একাত্ম হয়ে উঠেছিল দর্শক। তাই শেষ হয়ে যাওয়ার পরও মন ভাঙে দর্শকের। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গেলেও এখনও এই ধারাবাহিকের সিজন টু আসার অপেক্ষা রয়েছে দর্শকের। 


শোনা যাচ্ছে এবার সেই আশাই পূর্ণ হতে চলেছে। টেলিদুনিয়ার অন্দরে জোর গুঞ্জন শীঘ্রই ফিরছে গোয়েন্দা গিন্নি। আদৌ কি এই খবর সত্যি। জি ২৪ ঘণ্টার তরফে যোগাযোগ করা হলে পর্দার গোয়েন্দা গিন্নি ইন্দ্রানী হালদার বলেন,'আমার ইচ্ছা তো আছেই, তবে আসব বললেই তো আসা যায় না। একটা সিরিয়াল শেষ হওয়ার পর আমি ৬ মাস ব্রেক নিতে চাই। তবে করবার ইচ্ছা আছে। সকলেই চায় গোয়েন্দা গিন্নি সিজন টু আসুক, আমিও চাই। বাকি সবটাই এখনও প্রশ্নচিহ্নের মুখে।'


আরও পড়ুন:Karan Kundrra-Tejasswi Prakash: বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে করণ, আশীর্বাদ পর্ব সারলেন তেজরন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)