মুক্তি পেল `ইন্সপেক্টর নটি কে`র টাইটেল ট্র্যাক
গত ৩০ নভেম্বর নিজের জন্মদিনেই ভক্তদের উপহার দিয়েছিলেন তাঁর আপকামিং সিনেমা `ইন্সপেক্টর নটি কে`র ফার্স্ট লুক। এরপর বেশ কিছুদিনের অপেক্ষা অবশেষে সোমবার মুক্তি পেল `ইন্সপেক্টর নটি কে`র ফিল্মের টাইটেল ট্র্যাক।
নিজস্ব প্রতিবেদন: গত ৩০ নভেম্বর নিজের জন্মদিনেই ভক্তদের উপহার দিয়েছিলেন তাঁর আপকামিং সিনেমা 'ইন্সপেক্টর নটি কে'র ফার্স্ট লুক। এরপর বেশ কিছুদিনের অপেক্ষা অবশেষে সোমবার মুক্তি পেল 'ইন্সপেক্টর নটি কে'র ফিল্মের টাইটেল ট্র্যাক।
নিজের সোশ্যাল সাইটে 'ইন্সপেক্টর নটি কে'র গানের ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন অভিনেতা জিত। আগামী বছর জানুয়ারি মাসেই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। শোনা যাচ্ছে এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। জিত ও নুসরাত দুজনেই পুলিসের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। যদিও সিনেমার প্রথম পোস্টারে নুসরাত ফারিয়ার দেখা মেলেনি।
'ইন্সপেক্টর নটি কে'র প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও জিত ফিল্ম ওয়ার্কস।