নিজস্ব প্রতিবেদন : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু অভিনয়ের মাধ্যম দর্শকদের মুগ্ধ করা নয়, বাস্তবে ভীষণ ফিটনেস ফ্রিক অভিনেতা টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। আন্তর্জাতিক যোগ দিবসে শরীরচর্চার বার্তা দিলেন টোটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের বাড়ির ছাদেই 'কাকাসন' অনুশীলন করতে দেখা গিয়েছে টোটাকে (Tota Roy Chowdhury) । ফেসবুকে ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশানে লিখেছেন, ''যোগে... রোগ বিয়োগ, নমনীয়তা গুণ,  দুশ্চিন্তা ভাগ, সুস্বাস্থ্য যোগ।''


আরও পড়ুন-''ভীষণ ক্লান্তিকর ও বেদনাদায়ক'', মা হওয়ার পর যোগাব্যায়ামে মন Kareena-র




তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ছবি শেয়ার করেছেন টোটা  (Tota Roy Chowdhury)। শরীর নিয়ে বরাবরই সতর্ক থাকেন ওয়েব দুনিয়ার 'ফেলুদা'। কখনও জিম, কখনও আবার যোগা, দুটিই নিয়মিত চালিয়ে যাচ্ছেন অভিনেতা।


প্রসঙ্গত, শেষবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ফেলুদা ফেরত'-এ দেখা গিয়েছে টোটা রায় চৌধুরীকে। তবে শুধু বাংলা ছবিতেই নয়, হিন্দিতেও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। মধুর ভান্ডরকরের  'ইন্দু সরকার' এবং 'হেলিকপ্টার ইলা' ছবিতে দেখা গিয়েছে টোটাকে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)