জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের কন্যা আয়রা খান (Ira Khan Wedding)। ফিটনেস ট্রেনার নূপুর শিখরেকে বিয়ে করছেন তিনি (Ira Khan-Nupur Shikare’s Wedding)। বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই আয়রার-নূপুরের ছবি সমাজমাধ্য়মে ভাইরাল হচ্ছে। তবে এবার আলাদা নজর কাড়লেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao Sings)। কিরণ গান গাইলেন, নাচলেন আয়রার-নূপুর। ভিডিয়োতে দেখা গেল কিরণ-আমিরের পুত্র আজাদকেও। বাদ্যযন্ত্রে সে দিল সঙ্গত। সেই ভিডিয়ো এবার আগুনের মতো ছড়িয়ে পড়েছে। বিয়েকে কার্যত লম্বা উৎসবের মেজাজে বদলে দিয়েছেন আয়রা-নূপুর। জানুয়ারির ৭-১০ পর্যন্ত  আমির কন্য়া ও তাঁর স্বামী উদয়পুরের তাজ আরাবলী রিসট অ্যান্ড স্পা-তে তিনদিনের ডেস্টিনেশন ওয়েডিং সারছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্যান্টে লুকিয়ে মাকড়সা, তারপর নায়িকার তুলতুলে ত্বকে...



আয়রা-নূপুর পরিবারের সঙ্গেই গত ৫ জানুয়ারি উদয়পুরে চলে এসেছিলেন। তখন থেকেই, নবদম্পতির বন্ধুরা তাদের বিয়ের অদেখা ছবি ও ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন ইনস্টাগ্রাম। আর সেখান থেকেই অনুরাগীরা আয়রা-নূপুরের বিয়ের টাটকা আপডেট পেয়ে যাচ্ছেন। কিরণের গান শুনে রোম্যান্টিক নাচে মেতেছিলেন দম্পতি। আয়রাকে কালো পোশাকে ভীষণ মোহময়ী দেখাচ্ছিল। পনিটেলে যেন আরও সুন্দর লাগছিল তাঁকে, আয়রা কিন্তু নাচটা ভালোই পারেন। নূপুর জামা-প্য়ান্টের সঙ্গে সোয়েটার ভেস্টে তাক লাগিয়ে ছিলেন। আয়রার গায়ে হলুদের অনুষ্ঠানেও কিরণ এসেছিলেন খবরে। মারাঠি শাড়িতে দেখতে পাওয়া গিয়েছিল তাঁকে। রীনার পরনেও ছিল মারাঠি শাড়ি। আমির দারুণ বার্তা দিয়েছেন সমাজে। তাঁর প্রাক্তনরা, তাঁর কাছে আজও ভীষণ বিশেষ। সে কারণে মেয়ের বিয়েতে তাঁরা এলেন পরিবার হয়েই। প্রাক্তন মানেই অতীত নয়, আমির কোথাও বুঝিয়ে দিলেন অনুরাগীদের।


আরও পড়ুন:  মলদ্বীপে তুলকালাম! মোদীর পাশে দাঁড়াতে গিয়ে কেলেঙ্কারি রণবীরের!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)