নিজস্ব প্রতিবেদন: ট্যুইটারে মাঝে মধ্যেই বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করতে দেখা যায় তাঁকে। তাঁর সেই সোশ্যাল স্টেটাস থেকে বাদ পড়েন না অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন কিংবা আরাধ্যা বচ্চন-দের কেউ। বুঝতেই পারছেন অভিষেক বচ্চনের কথাই বলা হচ্ছে। এবারও সেই একইভাবে ভক্তদের নতুন কিছু জানাবেন বলে মুখ খোলেন  জুনিয়র বচ্চন। অভিষেকের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের কীসের খবর দেবেন কঙ্গনা, এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, এবার কি আবার বাবা হতে চলেছেন অভিষেক বচ্চন! কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, ঐশ্বর্য কি আবার অন্তঃসত্ত্বা! আবার কেউ বলতে শুরু করেন, বচ্চন পরিবারে  এবার কি নতুন সদস্য আসতে চলেছে! কেই আবার বলতে শুরু করেন, আরাধ্যা বড় হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় সন্তানের চিন্তাভাবনা অভি-অ্যাশ করতেই পারেন বলেও অনেকে বলতে শুরু করেন। কেউ কেউ আবার অভিষেক বচ্চন কি নতুন কোনও সিনেমায় স্বাক্ষর করেছেন বলেও মন্তব্য করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে অভিষেক বচ্চনের ওই ট্যুইট প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায় তাঁর ভক্তদের মধ্যে।