Salman Khan: লরেন্স-ভয়ে কাঁপছেন `ভাইজান`? ভোট দিলেন সলমান, নিরাপত্তায় কমান্ডো...
Salman Khan: বুধবার সলমানের পড়নে ছিল টিশার্ট আর নীল ডেনিম। মাথায় কালো টুপি এবং চোখে সানগ্লাস। বান্দ্রার এই ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত কেন্দ্র ছিল। গাড়ি থেকে নেমেই দ্রুত পৌঁছে যান ভোট দিতে। বেরিয়ে আসার পর ফ্যানদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ফ্লাইং কিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিমধ্যেই শেষ হয়েছে মহারাষ্ট্রের ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই ভোট দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ভোট দিয়েছেন রণবীর কাপুর, অক্ষয় কুমার এবং গোবিন্দরা। এবং ভোট দিতে গিয়েছিলেন সলমান খানও। প্রশ্ন ছিল সবার কীভাবে আসবেন তিনি ? আদেও আসবেন সলমান ? কারণ বিগত বেশ কিছু সময় ধরে প্রাণে মারার হুমকি পাচ্ছেন তিনি। কখনও টাকা পয়সার জন্য ফোন যাচ্ছে তাঁর কাছে তো কখনও পুরনো কারণে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। সব ক্ষেত্রেই নাম জড়াচ্ছিল লরেন্স বিষ্ণোইয়ের। এই আবহেই অভিনেতার পরিবারের সকলেই ভোটদান পর্ব সেরে ফেলেছিলেন।
বান্দ্রার ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গিয়েছে সেলিম খান, আরবাজ খানদের। বিকালে অবশেষে পৌঁছালেন সলমান । নিরাপত্তা চোখে দেখার মতন। তাঁকে চারিপাশে ঘিরে রয়েছে কমপক্ষে ১৫-২০ জন পার্সোনাল বডিগার্ড। মাথার উপর উড়ছে অত্যাধুনিক ড্রোন। ভুল করেও একটি মাছি ঢুকতে পারবে না এতটাই মজবুত নিরাপত্তা ছিল সলমানের। বুধবার সলমানের পড়নে ছিল টিশার্ট আর নীল ডেনিম। মাথায় কালো টুপি এবং চোখে সানগ্লাস। বান্দ্রার এই ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত কেন্দ্র ছিল। গাড়ি থেকে নেমেই দ্রুত পৌঁছে যান ভোট দিতে। বেরিয়ে আসার পর ফ্যানদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ফ্লাইং কিস।
বাবা সিদ্দিকি অন্যতম ঘনিষ্ঠ ছিলেন সলমান খান। তাঁর খুনের পর থেকে একের পর এক প্রাণহানির হুমকির কারণে সলমান বাড়িয়েছেন নিজের নিরাপত্তা। প্রসঙ্গত, হায়দরাবাদে 'সিকান্দার'-এর শুটিং চলছিল জোরকদমে। শুটিং চলাকালীন ফের এল খুনের হুমকি পেয়েছিলেন সলমান। তড়িঘড়ি বাড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর নিরাপত্তা। এর মধ্যে প্রাক্তন আধা-সামরিক কর্মীদের সহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়েছে। সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা দলটি বাছাই করেছেন। তা ছাড়াও হায়দরাবাদ এবং মুম্বাই পুলিসের টিম রয়েছে। সব মিলিয়ে সুপারস্টার সালমানের নিরাপত্তায় ৫০ থেকে ৭০ সদস্যের একটি দল কাজ করেছে।