`সহবাসে` Ishaa- Anubhav, প্রকাশ্যে ট্রেলার
একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন টুসি-নীল। তবে তাতে গোলযোগও কিছু কম হয় না।
নিজস্ব প্রতিবেদন : ''সহবাসে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ঝগড়া, দুঃখ, অভিমান, কান্না, পাগলামি, মারামারি, এমনকি প্রেম পর্যন্ত হতে পারে।'' ঠিক যেমনটা হল টুসি ও নীল সঙ্গে। একজন ক্রিয়েটিভ অ্যাড এজেন্সিতে চাকরি করেন, অন্যজন কর্পোরেট সেক্টরে। বড় অঙ্কের ফ্ল্যাটের ভাড়া একার পক্ষে দেওয়া সম্ভব নয়। অগত্যা, টুসির সঙ্গে থাকতে শুরু করেন নীল। তবে দুজনেই জানেন, বাড়িতে জানতে পারলে মহা বিপদে পড়তে হবে। তবুও অনেক ভেবেচিন্তে শেষপর্যন্ত একসঙ্গে থাকাতে শুরু করেন। একসঙ্গে থাকতে থাকতেই একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন তাঁরা। তবে তাতে গোলযোগও কিছু কম হয় না।
এমনই একটি গল্প নিয়ে 'সহবাসে' ছবিটি বানিয়েছেন পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। ছবিতে টুসির ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা, আর নীলের ভূমিকায় অনুভব কাঞ্জিলাল। এটিই ইশা ও অনুভব জুটির প্রথম ছবি। আর 'সহবাসে' ছবির মাধ্যমেই প্রথমবার বাংলা ছবির দুনিয়ায় ডেবিউ করছেন দিল্লিবাসী পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। সোমবার, ১৫ ফেব্ররুয়ারি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ক্যাপশানে লেখা হয়েছে, ''এবার ভালোবেসে দেখে নাও কাকে বলে সহবাসে !''
আরও পড়ুন-সত্যিই কি এবার মুক্তি পাচ্ছে Dev-Shubhshree-র Dhumketu?
আরও পড়ুন-'মহিষাসুরমর্দিনী'তে Rituparna, Saswata, Parambrata
প্রসঙ্গ ছবির নায়ক অনুভব কাঞ্জিলাল বাস্তবে পরিচালক অঞ্জন কাঞ্জিলালের ছেলে। ছবিতে ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, শুভশিস মুখোপাধ্যায়, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন, সুমনা কাঞ্জিলাল, DOP মধুরা পালিত। সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। 'সহবাসে' ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য রীত। গান গেয়েছেন দুর্নিবার সাহা, রূপঙ্কর বাগচী, শুভমিতা, শাওনী। আগামী ১২ মার্চ মুক্তি পাবে 'সহবাসে' ছবিটি।