নিজস্ব প্রতিবেদন: চিকন পক্সে আক্রান্ত অভিনেতা ইশান খট্টর। বেশকিছুদিন ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না শাহিদের ভাই ঈশাকে। তাঁকে কেন দেখা যাচ্ছিল না এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঈশানের অনেক ভক্ত। তাঁদের উদ্দেশ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন ঈশান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঈশান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, '' যাঁরা জিজ্ঞাসা করছেন, আমি কেন মিডিয়া থেকে দূরে আছি, তাঁদের জন্য আমি দুঃখিত। আমার চিকন পক্স হয়েছে, আমি ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছি। ''


আরও পড়ুন-গুমনামি বাবাই কি নেতাজি? রহস্যের পর্দা তুলতে চলেছেন সৃজিত?



আরও পড়ুন-গিটার বাজানো শিখছে তৈমুর!


প্রসঙ্গত অভিনেতার অসুস্থতার খবরে তাঁর ভক্তরা যে বেশ দুঃখ পাবেন সেটাই স্বাভাবিক। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, শেষবার ঈশানকে দেখা যায় করণ জোহরের 'কফি উইথ করণ' শোয়ে। সেখানে দাদা শাহিদ কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন ঈশান। 'ধড়ক' ছবির মাধ্যমে সবথেকে বেশি আলোচনায় উঠে আসেন তিনি। প্রসঙ্গত সম্প্রতি সাইকেল চালানোর সময় হেডফোন ব্যবহার করা নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।


আরও পড়ুন-হার্দিক-রাহুল বিতর্কে মুখ খুললেন করণ জোহর, দেখুন কী বললেন...