নিজস্ব প্রতিবেদন : ​ফের এক অভিনেত্রীর মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এল টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। চলে গেলেন 'ইস প্যার কো মে ক্যা নাম দু'-খ্যাত অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় সঙ্গীতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : যৌনতার টোপ ব্যবহার করে ধনী লোকদের ফাঁসান রিয়া, পালটা আক্রমণ কুবরা সইতের


ইস প্যার কো ক্যা নাম দু-এর পাশাপাশি ঠাপকি প্যার কি, বনওয়ার-সহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সঙ্গীতা শ্রীবাস্তবের মৃত্য়ুর খবর ছড়াতেই তাঁর সহঅভিনেতারা শোক প্রকাশ করেন। প্রসঙ্গত ৬ অগাস্ট মৃত্যু হয় টেলিভশনের আরও এক জনপ্রিয় অভিনেতা সমীর শর্মার। নিজের ফ্ল্যাটের রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।


আরও পড়ুন : নিষিদ্ধ মাদক চক্রের সঙ্গে রিয়ার যোগ? অভিযোগ নিয়ে কী বললেন আইনজীবী


 ইরফান খান খান থেকে শুরু করে ঋষি কাপুর, সরোজ খান, সুশান্ত সিং রাজপুত-সহ একের পর এক অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড থেকে টিনসেল টাউন সর্বত্র। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেন হল, তা নিয়ে প্রায় গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর প্রথমে মুম্বই পুলিস তারপর বিহার পুলিস এবং ইডির পর আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শুরু করা হয়েছে তদন্ত।