নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ রুখে দিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে পড়ে পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না সলমন খান। ফলে পানভেলের বাগান বাড়িতেই আপাতত আটকে রয়েছেন সলমন খান। বলিউড ভাইজানের সঙ্গে রয়েছেন তাঁর বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপত আয়ূষ শর্মা, সোহেল খানের ছেলে নিভান। সলমনের সঙ্গে তাঁর বাগান বাড়িতে আর কে রয়েছেন জানেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করোনায় আক্রান্ত বলিউডের হাই প্রোফাইল পরিবারের ৩ জন,দেখুন কী বললেন আক্রান্ত অভিনেত্রী


জানা যাচ্ছে, সলমনের বাগান বাড়িতে খানদানের সঙ্গে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। রাধে-র একটি আইটেম নম্বরের শ্যুটিং সেরে সলমনদের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে হাজির হন তিনি। কিন্তু লকডাউনের জেরে বলিউড সুপারস্টারের বাগান বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছেন না জ্যাকি। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।


আরও পড়ুন : লকডাউনে ত্রাতা সলমন, ২৩ হাজার শ্রমিককে ৩ হাজার করে পারিশ্রমিক 'ভাইজানের'


এদিকে পানভেলের বাগান বাড়িতে আটকে থাকলেও, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিকের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন সলমন খান। শুধু তাই নয়, লকডাউনের জেরে শ্রমিকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য তাঁদের অ্যাকাউন্টে নগদ ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দিতে শুরু করেছেন অভিনেতা। লকডাউন বাড়ানো হলে, আগামী মাসেও এইসব মানুষেদের অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে সলমন খানের তরফে।