জামিয়ার পড়ুয়াদের উপর পুলিসের লাঠিচার্জ, ফুঁসে উঠলেন সেলেবরা
দিয়া মির্জা থেকে তপসি পান্নু কিংবা অনুরাগ কাশ্যপ, বিরোধিতায় সরব সেলিব্রিটিরা
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের উপর পুলিসের লাঠিচার্জের বিরুদ্ধে এবার ক্ষোভে ফেটে পড়লেন (Bollywood) বলিউড সেলেবদের একাংশ৷ অনুরাগ কাশ্যপ থেকে তপসি পান্নু কিংবা দিয়া মির্জা কিংবা আলি ফজল, পড়ুয়াদের উপর লাঠিচার্জ কেন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সেলিব্রিটিরা৷
নিজের সোশ্যাল হ্যান্ডেলে জামিয়া মিলিয়ার বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ৷ তিনি বলেন, যে ঘটনা ঘটছে পরপর, তাতে আর চুপ করে বসে থাকা যায় না৷
আরও পড়ুন : জামিয়ার পড়ুয়াদের নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টে 'লাইক', বয়কটের ডাক অক্ষয় কুমারকে
দেশের মধ্যে যা ঘটছে প্রতি নিয়ত, তাতে লজ্জায় মাথা নীচু হয়ে যাচ্ছে প্রত্যেকের৷
দেখুন বলিউড সেলেবরা কে কী বললেন....
রবিবার বিকালে নাগরিকত্ব আইনের(Citizenship Act)প্রতিবাদে রাস্তায় নামেন জামিয়ার(Jamia Milia University)পড়ুয়া ও শিক্ষকরা। প্রতিবাদ আন্দোলন হিংসাত্মর চেহারা নিলে লাঠিচার্জ করে পুলিস। আহত হন বহু পড়ুয়া। অভিযোগে বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করে পুলিস। শেষ পর্যন্ত হাত উঁচু করে ক্যাম্পাস থেকে পড়ুয়াদের বের করে আনে পুলিস। আটক করা হয় কমপক্ষে ১০০ পড়ুয়াকে।
এদিকে (Students) ছাত্র বিক্ষোভে জামিয়া নগরে আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাসে। (Police) পুলিসের অভিযোগ, হামলা করা হয় দমকলের গাড়িতেও। (Delhi) দিল্লির পুলিস কমিশনার চিন্ময় বিসওয়াল সংবাদমাধ্যমে জানান, কমপক্ষে ২০০০ পড়ুয়া পুলিসের ওপরে হামলা চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বাসে। পড়ুয়াদের হামলায় আহত হন ৬ পুলিস কর্মী। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে পড়ুয়াদের নিশানা করা হয়নি বলে পালটা দাবি করে পুলিস।