নিজস্ব প্রতিবেদন : ঘরে থেকে প্রার্থনা করুন।রমজান-এর সময়ে ঘরের বাইরে গিয়ে প্রার্থনা করার সময় এটি নয়। ঘরের মধ্যে থেকেই প্রার্থনা সারুন। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান। সেই উপলক্ষে ঘরের বাইরে গিয়ে নয়, বাড়ির মধ্যে থেকেই সবাই প্রার্থনা করুন বলে আবেদন করলেন জাভেদ আখতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  মুখ খুললেন তারকারা, গার্হস্থ হিংসার বিরুদ্ধে সরব মাধুরী, বিদ্যা, অনুষ্কারা


রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন শাবানা আজমি। ওই ভিডিয়োতেই জাভেদ আখতারকে দেখা যায়। যেখানে তিনি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করেন, রমজানের সময় ঘরে থেকে প্রার্থনার জন্য়। পাশাপাশি এই কঠিন সময়ে যাতে চিকিতসক এবং স্বাস্থ্য কর্মীদের উপর হামলা করা না হয়, তাঁদের অসম্মান না করা হয়, সে বিষয়ে বার বার আদেবদন করেন জাভেদ আখতার। 


 



শুধু তাই নয়, লকডাউন মেনে ঘরে থাকলে তবেই কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করা জেতা যাবে। ঘরে থেকে সবাই যাতে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেন এবং জয়ী হন, সে বিষয়ে বার বার আবেদন করেন জাভেদ আখতার।