পরিযায়ী শ্রমিকদের জন্য কী বললেন মোদী! ট্যুইটের পরই জোর কটাক্ষ জাভেদ আখতারকে
নরেন্দ্র মোদীর ভাষণের পর যখন জোর আলোচনা, সমালোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সেই সময় নতুন করে কটাক্ষের মুখে পড়তে হল জাভেদ আখতারকে।
নিজস্ব প্রতিবেদন: ১৭ মে-র আগে গত সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ভাষণের পর যখন জোর আলোচনা, সমালোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সেই সময় নতুন করে কটাক্ষের মুখে পড়তে হল জাভেদ আখতারকে।
প্রধানমন্ত্রীর ভাষণের পর একটি ট্যুইট করেন বলিউডের বর্ষীয়ান সুরকার। সেখানে তিনি লেখেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটির আর্থিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর ৩৩ মিনিটের ভাষণে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু বলা হল না। যাঁদের সাহায্যের প্রয়োজন সবচেয়ে বেশি বেঁচে থাকার জন্য। তাঁদের জন্য কিছুই বলা হল না। জাভেদ আখতারের ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।
আরও পড়ুন : ঋষি কাপুর চলে যেতেই কেন মাকে ছেড়ে আলিয়ার সঙ্গে চললেন রণবীর! কটাক্ষের মুখে অভিনেতা
এমনকী, বলিউডের বর্ষীয়ান সুরকারকে নিয়ে অনেকে সমালোচনা শুরু করে দেন। কটাক্ষ করা হয় তাঁর ট্যুইট নিয়ে।