জয়ীতা বসু: বিয়ের পর এই প্রথম একসঙ্গে নতুন বছর কাটালেন তাঁরা৷ তাই একটু তো অন্যরকম হবেই সেই সেলিব্রেশন৷ শ্য়ুটিং থেকে সময় বের করে, চটপট তাই তৈরি হয়ে এক্কেবারে দুজনে মিলে সময় কাটাতে শুরু করেন বাংলা সিনে জগতের জনপ্রিয় জুটি (Jeetu Kamal) জিতু কমল এবং নবনিতা দাস৷ 
বিয়ের পর একসঙ্গে এক ছাদের নীচে রয়েছেন প্রায় এক বছর ধরে৷ শুধু তাই নয়, এক ছাদের নীচে কাটালেও শ্যুটিং ফ্লোর থেকে সময় বের করে, একে অপরের সঙ্গে নিরালায় মুহূর্ত কাটানোর ফুরসত তাঁদের হাতে বেশ কম৷ সেই কারণেই ৩১ ডিসেম্বর সময় পেয়েই অভিনেত্রী স্ত্রী (Nabanita Das) নবনিতাকে সঙ্গে নিয়ে চটপট বেরিয়ে পড়েন জিতু৷ ৩১ ডিসেম্বরের জন্য পছন্দের জায়গা হিসেবে বেছে নেন একটি জনপ্রিয় রেস্তোরাঁকে৷  সেখানেই পেট পুরে বাঙালি খাবার খেয়ে বছর শেষ করেন সেলেব জুটি৷ 
জি ২৪ ঘণ্টা ডট কমের সঙ্গে কথা বলতে গিয়ে জিতু জানান, ৩১ ডিসেম্বর কোনও পার্টি নয়, বরং বাঙালি খাবার খেয়ে নিজের সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে ২০১৯ সালকে বিদায় জনান তাঁরা৷  মনে মনে তিনি যে বাঙালিয়ানাকে বেশ পছন্দ করেন, তা স্পষ্ট করে দেন জিতু৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : লক্ষ্মীর আরাধনা, দেখুন টেলিভিশনের জনপ্রিয় জুটি জিতু-নবনিতার বাড়ির পুজোর ছবি
জনপ্রিয় অভিনেতা বলেন, ৩১ ডিসেম্বর তাঁদের খাবারের তালিকায় ছিল, সাদা ভাল, চপ, মাছ ভাজা, চিংড়ির মালাইকারি ও হরেকরকম মাছের পদ৷ এসব দিয়েই ৩১ তারিখ জমিয়ে পেটুপুজো করেন দুজনে৷  শুধু তাই নয়, তাঁদের খাবারের তালিকায় ছিল নলেন গুড়ের পায়েস এবং রুমালি রুটিও৷  কথায় কথায় জিতু আরও জানান, রুটি দিয়ে পায়েস খাওয়ার মজাই যেন এক্কেবারে আলাদা ছিল তাঁর কাছে৷  অর্থাত ঝালে ঝোলে, অম্বলে স্ত্রীর সঙ্গে ৩১ ডিসেম্বর কাটান জিতু৷ 
দেখুন সেই ছবি...





শুধু ৩১ ডিসেম্বর কেন, নতুন বছরের শুরুতেও স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটান (Actor) অভিনেতা৷ তিনি বলেন, ১ জানুয়ারি যে শ্যুটিং থেকে ফুরসত পাবেন, তা ভাবতেও পারেননি৷  ফলে পয়লা জানুয়ারি হাতে সময় পেয়েই হাইল্যান্ড পার্কের কাছে একটি ক্লাবে চলে যান দুজনে৷  সেখানেই গল্প করে, খেয়েদেয়ে একসঙ্গে কাটিয়ে দেন নতুন বছরের প্রথম দিন৷