নিজস্ব প্রতিবেদন : জেনিফার উইনগেট হিন্দি টেলিভিশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম। 'দিল মিল গয়ে', 'বেহদ', 'সরস্বতীচন্দ্র' সহ একাধিক হিন্দি ধারাবাহিকের জন্য বেশ জনপ্রিয় জেনিফার। তবে ইতিমধ্যেই জেনিফার বলিউডেও ডেবিউ করে ফেলেছেন কুণাল কোহলি পরিচালিতও অভিনীত ফিল্ম 'ফির সে'-এর হাত ধরে। তবে সিনেমটি ২০১৫-তে মুক্তি পাওয়ার কথা থাকলেও কপি রাইট কেসের কারণে তা মুক্তি আটকে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেখানে ঠোঁটে ঠোঁট রেখে কুণাল কোহলির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েছেন অভিনেত্রী জেনিফার উইনজেট। জেনিফার-কুণালের এই 'লিপ লক' দৃশ্যটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।



আর পছন্দের অভিনেত্রী জেনিফারকে এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য ট্রোল হতে হয়েছে সোশ্যাল সাইটে। শুনতে হয়েছে বেশকিছু অযাচিত মন্তব্য। বোঝাই যাচ্ছে জেনিফারকে ঠিক এভাবে ঠিক আশা করেননি তাঁর ভক্তরা। 


দেখুন কে কী বলছেন...