নিজস্ব প্রতিবেদন : এক ঝাঁক তারকা, আলোর রোশনাইয়ের মাঝেই ঘটা করে  কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (পূর্ব)-২০১৮।  অনুষ্ঠানে বেশির পুরস্কারই যাঁরা নিজেদের ঝুলিতে পুরলেন তাঁদের মধ্যে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বিসর্জন', অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রজাপতি বিস্কুট', অতনু ঘোষের  'ময়ুরাক্ষী ' প্রিতম ডি গুপ্তার  'মাঝের ঝোল', মানস মুকুল পালের  'সহজ পাঠের গপ্পো '। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর কে কে সেরার পুরস্কার পকেটে পুরলেন এক নজরে দেখে নেওয়া যাক...


একনজরে বিজেতারা


সেরা ছবি- বিসর্জন 


সেরা পরিচালক- কৌশিক গঙ্গোপাধ্যায়


সেরা ছবি (ক্রিটিক)- ময়ূরাক্ষী


সেরা অভিনেতা (পপুলার)- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)


সেরা অভিনেত্রী (পপুলার) -জয়া আহসান (বিসর্জন)


সেরা অভিনেতা (ক্রিটিক) সৌমিত্র চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)


সেরা অভিনেত্রী (ক্রিটিক)- ইশা সাহা (প্রজাপতি বিস্কুট) 


সেরা সহ অভিনেতা -কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)


সেরা সহ অভিনেত্রী- মমতা শঙ্কর (মাছের ঝোল)


সেরা মিউজিক অ্যালবাম- প্রজাপতি বিস্কুট


সেরা গীতিকার- রিতম সেন ( তোমাকে বুঝিনা প্রিয়) (প্রজাপতি বিস্কুট)


সেরা গায়ক- নচিকেতা চক্রবর্তী (কেন এরকম কিছু হল না) (পোস্ত)


সেরা গায়িকা- চন্দ্রানী বন্দোপাধ্যায় (তোমাকে বুঝিনা প্রিয়) ( প্রজাপতি বিস্কুট) 


সেরা নবাগত পরিচালক- মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো) 


সেরা নবাগত অভিনেতা- নূর ইসলাম ও সামিউল আলম (সহজ পাঠের গপ্পো)


সেরা নাবাগতা অভিনেত্রী- রুক্মিনী মৈত্র (চ্যাম্প, ককপিট)


সেরা মৌলিক গল্প- বিসর্জন (কৌশিক গঙ্গোপাধ্যায়)


সেরা চিত্রনাট্য- সহজ পাঠের গপ্পো (মানস মুকুল পাল) 


সেরা সংলাপ- প্রিতম ডি গুপ্তা (মাছের ঝোল)


সেরা শব্দগ্রহণ- অনির্বাণ সেনগুপ্ত (বিসর্জন)


সেরা সম্পাদনা- সুজয় দত্ত রায় ও অনির্বাণ মাইতি (সহজ পাঠের গপ্পো)


সেরা চিত্রগ্রহণ- সুপ্রিয় দত্ত (প্রজাপতি বিস্কুট)


সেবা আবহসঙ্গীত-দেবজ্যোতি মিশ্র ( ময়ূরাক্ষী)


সেরা প্রোডাকশন ডিজাইন- মধুজা বন্দ্যোপাধ্যায় ও কৌশিক বারিক (প্রজাপতি বিস্কুট)


লাইফ টাইম অ্যাচিভমেন্ট- মৃণাল সেন 


লাইফ টাইম অ্যাচিভমেন্ট- মৃণাল সেন ও সাবিত্রী চট্টোপাধ্যায়