নিজস্ব প্রতিবেদন : জিসম থেকে বাটলা হাউস কিংবা সত্যবেম জয়তে। বলিউডে আসার পর থেকেই একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মন কাড়তে শুরু করেন জন আব্রাহাম। আট থেকে আশির হৃদয়ে ঝড় তোলা জন আব্রাহামকে এবার দেখা গেল একেবারে অন্যরকম অবতারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন জন আব্রাহাম। যেখানে জনের হাতের শিরা, উপশিরা প্রকাশ্যে আসে। জনের হাতের ওই ছবি দেখে নিজেকে মন্তব্য করা থেকে দমিয়ে রাখতে পারেননি পরিচালক মিলাপ জাভেরি। তিনি বলেন, এটা হাত নয়, জন আব্রাহামের হাথোড়া। মিলাপ জাভেরি (Milap Zaveri) যেমন জনের হাতের ছবি দেখে মন্তব্য করা থেকে নিজেকে দমিয়ে রাখতে পারেননি, তেমনি টাইগার শ্রফও মন্তব্য করে বসেন। জনের (John Abraham) হাতের ছবি দেখে তিনি পাগল হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন টাইগার শ্রফ। তারকাদের পাশাপাশি জনের হাত থেকে তাঁকে গুগল ম্যাপের সঙ্গে তুলনা করেন অভিনেতার এক ভক্ত।


আরও পড়ুন :  চলে গেলেন Hardik Pandya এর বাবা


সম্প্রতি সত্যমেব জয়তে পার্ট টু-এর শ্যুটিং শুরু করেন জন আব্রাহাম। গত ডিসেম্বর থেকে ওই ছবির শ্যুটিংয়ের জন্য জন বারাণসীতে রয়েছেন লাগাতার। বারাণসীতে শ্য়ুটিং চলাকালীন আচমকাই চোট পান জন। ফলে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। জনের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের চারপাশে জড়ো হয়ে যান অভিনেতার অগণিত ভক্ত। যদিও চোট তেমন গুরুতর না হওয়ায়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ফের শ্যুটিং শুরু করেন এই অভিনেতা।


আরও পড়ুন :  নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা, আহত জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়


এদিকে সত্যমেব জয়তের অভূতপূর্ব সাফল্যের পর মিলাপ জাভেরি এই সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু করেন। জনের বিপরীতে এই ছবিতে রয়েছেন দিব্যা খোসলা কুমার।