১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল `জলি এল এল বি টু`
বক্স অফিসে ফের অক্ষয় ধামাকা। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল অক্ষয়কুমার অভিনীত `জলি এল এল বি টু`। ছবি মুক্তির মাত্র ১২ দিনের মাথাতে এল এই দুর্দান্ত সাফল্য।
ওয়েব ডেস্ক : বক্স অফিসে ফের অক্ষয় ধামাকা। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল অক্ষয়কুমার অভিনীত 'জলি এল এল বি টু'। ছবি মুক্তির মাত্র ১২ দিনের মাথাতে এল এই দুর্দান্ত সাফল্য।
বলিউডে পরিচালকদের কেন অন্যতম ভরসা অক্ষয় কুমার, তা আবার প্রমাণ করলেন 'খিলাড়ি' নায়ক। এই নিয়ে অক্ষয় কুমারের পর পর ৪টি ছবিই ১০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়ল। এয়ারলিফ্ট দিয়ে শুরু হয়েছিল। তারপর যথাক্রমে হাউজফুল ৩, রুস্তম এবং এখন এই জলি এল এল বি সিক্যুয়েল।
একইসঙ্গে জলি এল এল বি টু এই বছরের তৃতীয় ১০০ কোটির ছবির শিরোপাটিও মুকুটে জুড়ল। শাহরুখের 'রইস' ও হৃত্বিকের 'কাবিল'-এর পর অক্ষয়ের 'জলি এল এল বি টু'-র সৌজন্য নতুন বছর শুরু হতেই চাঙ্গা বক্সঅফিস।
আরও পড়ুন, বীভত্স! টোল প্লাজায় যা ঘটল দেখে আঁতকে উঠবেন