নিজস্ব প্রতিবেদন: কমলাকে, কবিরাজ মশাই দেখতে এলে তিনি জানিয়ে দেন তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, তারা যেন ভগবানের শরণাপন্ন হয়। এদিকে লোকনাথ শিব মন্দিরে শিব লিঙ্গে বারংবার আঘাত করতে থাকে ও প্রশ্ন করতে থাকে কেন ঠাকুর তার ডাকে সারা দিচ্ছেন না? এমতাবস্থায় ঘরের প্রদীপ নিভে গেলে সবাই আরও চিন্তিত হয়ে পরে। চিন্তা করেন রাজন ও রানীও। তাঁরা আলোচনা করেন, লোকনাথ সব ঠিক করে দেবে কারণ সে স্বয়ং ভোলানাথের অংশ। লোকনাথের আঘাতের ফলে প্রলয় ওঠে চারিদিকে। গুরুদেবও ভয় পেয়ে যান। লোকনাথকে কেউ দমাতে পারে না। এরপর অবশেষে ভোলানাথ সাড়া দেন। মন্দির বেলপাতায় ভরে যায়। লোকনাথ গুরুদেবকে বলে এটা কোনও শুভ সংকেত, সে দৌড়ে তাঁর মায়ের কাছে যায়। এদিকে কমলা চোখ মেলে লোকনাথকে ডাকতে থাকে, সবাই অবাক হয়। এখানে ক্লিক করে দেখুন- জয়বাবা লোকনাথ