নিজস্ব প্রতিবেদন: কমলার জ্ঞান ফিরলে সে লোকনাথকে খুঁজতে থাকে। এদিকে, লোকনাথ জলেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। লোকনাথ করুণভাবে কাকুতি করতে থাকে ভগবানের কাছে। কমলা লোকনাথের চিন্তায় আবারও ঝিমিয়ে যেতে থাকে। তখন বৈদ্য মশাই জানান, রক্তে বিষ ছড়িয়ে যাওয়ায় তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। এদিকে রাজন ও অচৈতন্য হয়ে পড়ে, সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে লোকনাথ একরোখা, সে জলে নেমে প্রার্থনা করতে থাকে। এমনকী সে সময় মুষল ধারায় বৃষ্টিও তাকে দমাতে পারেনা। গুরুদেব তাকে থামাতে গিয়ে আহত হন। অবশেষে কমলার জ্ঞান ফেরে ও সে চোখ মেলে চায়। এখানে ক্লিক করে দেখুন- জয়বাবা লোকনাথ