নিজস্ব প্রতিবেদন: জ্বলছে বগটুই, রামপুরহাট কাণ্ডে(Rampurhat Arson) উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার বগটুই মোড়ে তৃণমূলের উপপ্রধানের খুনের পরেই উত্তাল হয়ে ওঠে বগটুই গ্রাম। স্থানীয়দের দাবি এরই জেরে বিবাদ বাঁধে বগটুই গ্রামের পূর্ব ও পশ্চিম পাড়ার মধ্যে। অভিযোগ ওঠে এরপরেই জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি। তার জেরে ইতিমধ্যেই ১০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি স্থানীয়দের। যদিও ডিজির বক্তব্য, মৃতের সংখ্যা ৮। খুন পরবর্তী অশান্তিতে উত্তাল গোটা রাজ্য, আঁচ ছড়িয়েছে গোটা দেশে। সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা। কিন্তু কোথায় 'বুদ্ধিজীবীরা'?কোথায় বাংলার সেই সব জাগ্রত বিবেকরা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে ঘটা যেকোনও অন্যায় ঘটনায় সরব হতে দেখা গেছে কবীর সুমনকে(Kabir Suman), প্রয়োজনে রাস্তায় নেমেও আন্দোলন করেছেন তিনি। কিন্তু নিজের রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার ২৪ ঘণ্টা পরও কোথায় কবীর সুমনের সেই প্রতিবাদী সত্ত্বা, সেই জ্বালাময়ী প্রতিক্রিয়া? কেন এখনও নীরব তিনি? প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কি আদৌ জানেন কী ঘটে চলেছে বগটুইয়ে? জি ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী সরাসরি যোগাযোগ করেছিলেন কবীর সুমনের সঙ্গে।


কথোপকথন এক নজরে-


মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর: ফোনটা রেকর্ড করছি সুমনদা, মৌপিয়া কথা বলছিলাম জি ২৪ ঘণ্টা থেকে
কবীর সুমন: আমাকে ফোন করে কোনও লাভ নেই...
মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর: ...কিন্তু আপনি কি রামপুরহাটের ঘটনাটা শুনেছেন?  
কবীর সুমন: আপনি যদি অনুগ্রহ করে আমার কথা শোনেন, তা হলে ভাল হয়। আমি কোনও ব্যাপারেই কোনও কথা বলব না, কাফি রাগটা ছাড়া। সা রে গা মা পা ধা নি ধা মা পা সা গা


শুনে নিন সেই ফোনালাপ...



যখন রোম জ্বলছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিল, এই ঐতিহাসিক উদাহরণ বারবার উঠে আসে নানা রাজনৈতিক ঘটনায়। ফের সেই উদাহরণ কি উসকে দিলেন কবীর সুমন? যখন বাংলার একটা অংশ জ্বলছে, নির্বিচারে মানুষের প্রাণ যাচ্ছে সেখানে কাফি রাগে মজে কবীর সুমন! প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় কবীর সুমনকে দেখা গেছে বাংলার জাগ্রত বিবেকের ভূমিকায়। কিন্তু এই নৃশংস ঘটনায় তাঁর বিবেক কী জাগ্রত হল না?নাকি ভেবেচিন্তে অঙ্ক কষে কিছু নির্বাচিত বিষয়েই তিনি এখন সোচ্চার হন? গত মাসে আনিশ কাণ্ডেও চুপ ছিলেন কবীর সুমন কিন্তু অন্য নানা ঘটনায় প্রতিবাদ করতে দেখা গেছে তাঁকে। আজ রামপুরহাট কাণ্ডে তাঁর প্রতিক্রিয়া সেই বিতর্ককেই ফের উসকে দিল। 


আরও পড়ুন: Rampurhat Arson: রামপুরহাটের পথে বিজেপি বিধায়করা! ভিডিও শেয়ার করে 'পিকনিক' কটাক্ষ কুণালের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)