নিজস্ব প্রতিবেদন: বিগত কয়েকমাসে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর(Bhuban Badyakar)। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর গান 'কাঁচা বাদাম'(Kacha Badam)। বাংলার গন্ডি ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই গান শুনে ফেলেছে বিশ্বজোড়া মানুষ। তৈরি হচ্ছে হাজারও রিল ভিডিও, এমনকি এই গানটি রেকর্ডও করেছেন ভুবন বাদ্যকর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁকে সাহায্যের হাত বাড়িয়েছেন মদন মিত্র(Madan Mitra)। তাঁদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গেছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) সঙ্গে দেখা করছেন 'ভাইরাল' ভুবন। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন। রবিবার দাদাগিরির(Dadagiri) টিম এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে। 


দাদাগিরি টিমের পক্ষ থেকে কয়েকজন ভুবন বাদ্যকরের সঙ্গে দুবরাজপুর থানায় দেখা করেন এবং পরে চলে যান কুড়ালজুড়ি। সেখান থেকে রবিবারই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সোমবার ৩১ জানুয়ারি এই বিশেষ পর্বের শুটিং। এপিসোডটি সম্প্রচারিত হবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের ১৯ বা ২০ তারিখ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ও দাদাগিরির মঞ্চে পারফর্ম করার এমন সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেননি ভুবন বাদ্যকর। অন্যদিকে তিনি জানিয়েছেন, দাদার জন্য বাদাম এবং মিষ্টি নিয়ে যাবেন।


আরও পড়ুন: Trending Video: ক্যাটরিনার বিয়ের পর সলমনকে খুশি থাকার পরামর্শ শেহনাজের, কী বললেন সলমন?



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)