নিজস্ব প্রতিবেদন : ​ভাই অনিল দেবগনের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ভাইয়ের মৃত্য়ুর খবর জানান অজয়। দেবগন পরিবারের দুঃসময়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন কাজল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউডের বাঙালি-অভিনেত্রী কাজল জানান, দুর্গা পুজোর উতসবে এবার সামিল হবেন না তাঁরা অর্থাত দেবগন পরিবার। দুর্গা মা তাঁদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তাঁর আর্শীবাদ আরও বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।


প্রসঙ্গত প্রেম প্রকাশ দেবগনের ছেলে হলেন অনিল দেবগন। গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগনের। এরপর মঙ্গলবার তুতো ভাই অনিল দেবগনের মৃত্যুর খবর প্রকাশ করেন অজয়। মাত্র ৪৫-এই চলে যান তিনি। ফলে কোভিড পরিস্থিতিতে ৫ অক্টোবর যেন আরও একদফা দুঃসংবাদ বয়ে নিয়ে আসে দেবগন পরিবারের জন্য।


রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগন। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন অনিল দেবগন। এরপর ২০১২ সালে সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন। ওই সিনেমায় অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোনাক্ষী সিনহা।