ওয়েব ডেস্ক: আজ চতুর্থী। ‌শারদীয়া উৎসবে মাতোয়ারা কলকাতা। তবে শুধু কলকাতাবাসীরাই নন, দুর্গাপুজোর সেলিব্রেশনে মেতেছেন বলিউডের বাঙালি তারকারাও। প্রত্যেক বছরের মত এবারও ধুমধাম করে হচ্ছে মুখার্জি বাড়ির পুজো।  পুজোর কটাদিন সেখানে চাঁদের হাট। কে না আসেন না সেখানে। হাজির থাকেন, কাজল, তনিশা, রানি সকলেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এবার দ্বিতীয়া থেকেই উৎসবের আনন্দে মেতেছেন কাজলরা। এদিন মা তনুজা ও বোন তনিশাকে নিয়ে উত্তর মুম্বইয়ের সর্বজনীন দুর্গা পুজো সমিতিতে ‌যান কাজল। ‌যে পুজোর উদ্যোক্তা কাজলের তুতো বোন তথা বর্ডার, আঁচ খ্যাত অভিনেত্রী সর্বাণী মুখোপাধ্যায়। তবে ছবি দেখে বোঝা ‌যাচ্ছে তখনও প্রতিমা ও মণ্ডপ সম্পূর্ণ সাজিয়ে উঠতে পারেননি শিল্পীরা।



মুখার্জি পরিবারের সেই পুজো সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন কাজল নিজে। 




এদিন গোল্ডেন এমব্রয়ডারি করা সাদা সালোয়ারে বেশ দেখাচ্ছিল কাজলকে। তনিশাকে দেখা গেল হালকা গোলাপী শাড়িতে, আর তনুজার পরনে ছিল প্যাস্টেল গ্রিন রঙের জামদানি শাড়ি। সাদা সালোয়ার ও নীল ওড়নায় বেশ দেখাচ্ছিল সর্বাণী মুখোপাধ্যায়কেও।



আরও পড়ুন- পাকিস্তানি মাহিরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর