ইউকেলেলে বাজিয়ে মেয়েকে পর্তুগীজ ও আফ্রিকান ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন কালকি
মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটছে তা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছেন কালকি।
নিজস্ব প্রতিবেদন : ২০২০-র ৭ ফেব্রিয়ারি, বলিউড অভিনেত্রী কালকি কেঁকলা আর তাঁর প্রেমিক গাই হার্শবার্গ পরিবারে এসেছে তাঁদের সন্তান।লকডাউনে তাই গৃহবন্দি কালকি ও তাঁর স্বামী গাই হর্সবার্গের সময় কাটছে ছোট্ট স্যাফো-কে নিয়েই। মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটছে তা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছেন কালকি।
সম্প্রতি কালকি কেঁকলার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে তাঁকে পর্তুগীজ ভাষায় ঘুমপাড়ানি গান গাইতে শোনা যাচ্ছে। ইউকেলেলে বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে কালকিকে। এই ভিডিয়োটি শেয়ার করে কালকি লিখেছেন, ''আমি স্মোক বলে একটি ওয়েব সিরিজে পর্তুগীজ চরিত্র তারা-র ভূমিকায় অভিনয়ের সময় পর্তুগীজ ভাষায় এই ঘুমপাড়ানি গানটি শিখেছি।''
আরও পড়ুন- লকডাউনের প্রথমে কৌশানির বাড়িতে আটকে ছিলাম, ও অনেককিছু রান্না করে খাইয়েছে : বনি
প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে প্রেমিক গাই হার্শবার্গ সঙ্গে থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক।
আরও পড়ুন-রমজানে পরিবারের সঙ্গে ইফতার করছেন নুসরত জাহান, দেখুন সমস্ত ছবি...