নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানকে প্রত্য়াঘাত করেছে ভারতীয় বায়ু সেনার। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার জেট। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার শহিদ হওয়ার যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ। খুশির হাওয়া বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানকে প্রত্যাঘাত করার ঘটনায় দেশের সেনাকে টুইট করে মঙ্গলবার সকালেই স্যালুট জানিয়েছেন বলি তারকারা। তবে পিছিয়ে নেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। কমল হাসান, রাজামৌলি, মহেশ বাবু থেকে অনেকেই ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।


আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় সেনাকে স্যালুট জানালেন বলি তারকারা


দেখুন কে কী লিখেছেন...


 












প্রসঙ্গত ১২ দিন আগে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় শহিদ হয়েছিলেন ৪৯ জন ভারতীয় সেনা। আর এই ঘটনার পরই উত্তপ্ত হয় গোট দেশ। যোগ্য জবাবের অপেক্ষা করছিলেন দেশবাসী।


আরও পড়ুন-মুখ লুকিয়ে অনন্যার সঙ্গে কোথায় চললেন সারা! এর কারণ কি কার্তিক?