নিজস্ব প্রতিবেদন : এবছরের শুরুর দিকেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি ও শালভ ডাং। বিয়ের পর থেকে স্বামী শালভ ডাং-এর সঙ্গে জমিয়ে সংসার করছেন কাম্য। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কাম্য ও শালভের নাচের একটি ভিডিয়ো। যেখানে স্বামী শালভের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাম্য-র পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে 'আপকে আনজানে সে' গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে কাম্য ও শালভকে। যেটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ''শোনো এটা তোমার জন্য... ''


আরও পড়ুন-মানালিতে পাহাড়ের কোলে পরিবারের সকলকে নিয়ে পিকনিকে যে সাধারণ পাহাড়ি কন্যা হয়ে উঠলেন কঙ্গনা




২০২০-র ১০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি ও শালভ ডাং। তাঁদের বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের রিসেপশন পার্টিতে মুম্বই ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারাও উপস্থিত ছিলেন। রিসেপশন পার্টিতেও জমিয়ে সেলিব্রেট করতে দেখা যায় কাম্যা, শালভ ও তাঁর বন্ধুদের।


আরও পড়ুন-''সুশান্তের মৃত্যুর সঙ্গে সূরজ পাঞ্চোলির কোনও সম্পর্ক নেই'', ছেলের হয়ে দাবি আদিত্য ও জারিনার!



 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 


'পিঙ্কভিলা'কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নানান কথা শেয়ার করেছিলেন কাম্যা ও শালভ।


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 


প্রসঙ্গত, লকডাউনের পরবর্তী সময় কাম্য পাঞ্জাবি ইতিমধ্যেই টেলি ধারাবাহিক 'শক্তি - অস্তিত্ব কে এহসাস কি' শ্যুটিং শুরু করেছেন। প্রসঙ্গত, ২০০৩ সালে বান্টি নেগি-র সঙ্গে বিয়ে হয়েছিল কাম্যর, তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে ২০১৩ সালে কাম্যর সেই বিয়ে ভেঙে যায়। শালভ ডাং-এর সঙ্গে এবছরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাম্য।


আরও পড়ুন-''সুশান্ত জীবিত থাকাকালীন প্রকাশ্যে অপমান করেছেন'', KRK-কে বয়কটের ডাক মিলাপ, মনোজদের