জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি গোল্ডেন গ্লোব ২০২৫ অনুষ্ঠান শেষ হয়েছে। এখন সকলের দৃষ্টি ৯৭ তম অ্যাকাডেমি পুরষ্কার বা অস্কার ২০২৫-এর দিকে। অস্কার, সিনেমা জগতের সবথেকে দামি পুরষ্কার। আর এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ভারতের নির্বাচন ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। এই আবহেই কঙ্গনা রানাউত অস্কারের জন্য বেছে নেওয়া ছবিগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে অভিনেত্রী বলেন, যেই ছবিগুলি দেশের মান কমায়, সেগুলিই অ্যাকাডেমি পুরষ্কারের জন্য বিবেচনা করা হয়। 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবিটিকে টেনে এনে তিনি বলেন, এই ধরণের অখাদ্য ছবি ভারতকে অস্কারের দিকে এগিয়ে নিয়ে যাবে।


কঙ্গনা বলেন, 'সাধারণত, তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যাঁরা অস্কারের জন্য় ছবি বিবেচিত করে, তাঁরা দেশবিরোধী। এখন যে সব ছবি প্রশংসা কুড়োচ্ছে, আমি সেগুলি খুবই উত্তেজিত ছিলাম। আমি ভারতে পরিচালককে বলতে শুনেছি, ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আপনি যেভাবে ভালোবাসতে চান সেভাবে ভালোবাসার স্বাধীনতা নেই। আমি ছবিটি দেখিনি। কিন্তু  অস্কারের জন্য ছবিটি দেশের মান নামিয়ে দেবে। যেমন- 'স্লামডগ মিলিয়নেয়ার'।


আরও পড়ুন:Hooghly: পরকীয়ায় চরম পরিণতি! মাঝরাস্তায় তিন মহিলার কাছে বেধড়ক মার...


অভিনেত্রী আরও বলেন, 'ইমারজেন্সি সেই ছবি নয়। পশ্চিমবাসীরা আজ দেখার জন্য প্রস্তুত ভারত কীভাবে এই অবধি এসে দাঁড়িয়েছে। আমি কখনই এই পুরষ্কারগুলিকে পাত্তা দেইনি। এমনকী আমি ভারতীয় পুরষ্কার বা পশ্চিমের পুরষ্কারগুলিকেও পাত্তা দিই না। এটি এমন একটি চলচ্চিত্র যা দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে এবং এটি যেকোনও আন্তর্জাতিক চলচ্চিত্রের মতোই ভালো কিন্তু একই সঙ্গে আমি জানি যে কীভাবে ভূরাজনীতি কাজ করে, আমরা জাতীয়তাবাদী মানুষ হিসেবে এই পুরষ্কার অনুষ্ঠানগুলি নিয়ে খুব বেশি আশা করি না।'


প্রসঙ্গত, ৬ জানুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবিটির ট্রেলার। সেখানেই ধরা পড়ল জরুরি অবস্থা থেকে ৭১ এর ভারত পাক যুদ্ধের ছবি। অটল বিহারি জয়প্রকাশ নারায়ণ হিসেবে নজর কাড়লেন অনুপম খের। কঙ্গনা রানাওয়াতকে এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। ছবিটি চলতি বছর ১৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)