Kangana Ranaut: `ওর অনেক ধর্ষণের অভিজ্ঞতা`, আকালি নেতার আক্রমণে কড়া জবাব কঙ্গনার...
Farmer Protest: কৃষক আন্দোলন ঘিরে মন্তব্য, পাল্টা মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। সব ঘটনার সূত্রপাত ঘটে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার এক মন্তব্য ঘিরে। কঙ্গনা বলেন, এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। এবার কঙ্গনাকে বেনজির আক্রমণ করলেন আকালি দলের নেতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষক আন্দোলনের (Farmer Protest) মাঝেই অনেক ধর্ষণ হয়েছে, খুন করে লাশও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকী এই আন্দোলনের জন্য ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে এহেন বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির (BJP) তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয় যে বক্তব্য কঙ্গনার ব্যক্তিগত, পার্টির নয়। তবে এবার কঙ্গনাকে উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করে বসেন আকালি দলের (Akali Dal) প্রাক্তন সাংসদ। তবে চুপ থাকেননি কঙ্গনাও, পাল্টা দিলেন নায়িকা-সাংসদও।
আরও পড়ুন- Youtuber Arrest: ২০ দেশের ২৮৬ নারীকে নগ্ন করার বিকৃতকাম! এ কোন ইউটিউবার...
এই সব ঘটনার সূত্রপাত ঘটে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার এক মন্তব্য ঘিরে। সাংসদ বলেন, 'যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের প্রধান নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাত। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যে ঘটনা বাংলাদেশে ঘটেছে।'
কঙ্গনার মন্তব্য শুনে মেজাজ হারালেন পঞ্জাবের প্রাক্তন সাংসদ সিমরানজিৎ সিং মান। বেনজির আক্রমণ করলেন কঙ্গনাকে। তিনি বলেন,''ধর্ষণ কীভাবে হয় তা ওঁকে জিজ্ঞাসা করা উচিত। তাহলে মানুষ বুঝতে পারবেন। ওঁর তো ধর্ষণের অনেক অভিজ্ঞতা আছে!'' চুপ থাকেননি কঙ্গনা। একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'এবার তো আমার কাছে ধর্ষণের হুমকিও আসছে। বলা হচ্ছে কঙ্গনা নিশ্চয়ই জানে ধর্ষণ কী? এটা তো ধর্ষণের হুমকিই। কিন্তু এভাবে আমার প্রতিবাদকে থামানো যাবে না।'
এক্স হ্যান্ডলে কঙ্গনা লেখেন, 'এই দেশ কখনই ধর্ষণের মতো ঘটনাকে তুচ্ছ করা বন্ধ করবে না। আজ একজন প্রবীণ রাজনীতিক ধর্ষণের ঘটনাকে সাইকেল চালানোর সঙ্গে তুলনা করলেন। মেয়েদের উপর নির্যাতনের ঘটনা এদের কাছে মজার বিষয় ছাড়া কিছু নয়। বিষয়টা পুরুষতান্ত্রিক দেশের মজ্জায় ঢুকে রয়েছে। তাই একজন হাইপ্রোফাইল ফিল্ম মেকার বা রাজনীতিকেও উপহাস করতে এদের বাধে না।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)