রণবীর সিং, রণবীর কাপুররা নিষিদ্ধ মাদকে আসক্ত? রক্ত পরীক্ষার দাবি তুলে বিস্ফোরক কঙ্গনা
বলিউড `কুইন`-এর বিস্ফোরক মন্তব্য, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মামলায় সম্প্রতি মাদক চক্রের যোগের কথা উঠে এসেছে। তারই মাঝে এবার রণবীর সিং, রণবীর কাপুর সহ একাধিক তারকার মাদক পরীক্ষার দাবি তুললেন কঙ্গনা রানাওয়াত। বলিউড 'কুইন'-এর বিস্ফোরক মন্তব্য, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।
বুধবার প্রধানমন্ত্রীকে ট্যগ করে এই টুইট করে কঙ্গনা। লেখেন, ''আমার অনুরোধ, রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশলদের মাদক পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হোক। শোনা যায়, এই তারকারা নাকি কোকেইনে আসক্ত। আমি চাই বিষয়টা প্রকাশ্যে আসুক। কারণ, এই তারকারা যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা। তাঁরা নিজেদের স্বচ্ছ প্রমাণ করুন।''
আরও পড়ুন-''আমার ভাইকে হারিয়েছি, প্রতিদিন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে,'' আবেগঘন সুশান্তের দিদি
প্রসঙ্গত, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ৯৯ শতাংশ বলিউড অভিনেতা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন। কেউ শারীরিক সমস্যার কারণ, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন। যদি গণনা করা যায়, তাহলে দেখা যাবে ৯৯ শতংশ তারকা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন।''
প্রসঙ্গত, গত বছরই জুলাই মাসে করণ জোহরের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিয়ো প্রকাশ্যে আসে। আর তারপরই অভিযোগ ওঠে ওই পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। পার্টিতে উপস্থিত দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, অয়ন মুখোপাধ্যায়, মালাইকা অরোরারাদের মধ্যে বেশিরভাগজনই মদক সেবন করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে মাদক সেবনের অভিযোগ খারিজ করেছিলেন করণ জোহর। তাঁর দাবি ছিল, ওই পার্টিতে তাঁর বৃদ্ধা মা হিরো জোহর ছিলেন, কীভাবে মাদক সেবনের কথা উঠতে পারে।
আরও পড়ুন-রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুলে নেটিজেনদের আক্রমণের মুখে বিদ্যা বালান