নিজস্ব প্রতিবেদন : স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকেই যোগ দিয়ে থাকবেন। আর পাঁচজনের মতোই ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে নাটকে অংশ নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াতও। স্কুলের নাটকে রামায়ণের গল্প উঠে এসেছিল। সেখানেই সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। আর একথা জানা যাচ্ছে কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের টুইটার হ্যান্ডেল থেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে রঙ্গোলি যে ছবি শেয়ার করেছেন সেখানে লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট কঙ্গনাকে। তাঁর পাশে তাঁরই কোনও বান্ধবীকে রাম-এর ভূমিকায় দেখা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান। যদিও মুখোশ পরে থাকার কারণে, যিনি হনুমান সেজেছিলেন তাঁর মুখ দেখা যাচ্ছে না। রঙ্গোলির টুইট থেকে জানা যচ্ছে, কঙ্গনা যখন সীতার ভূমিকায় অভিনয় করছিলেন, তখন তাঁর বয়স বড়জোর ১৩ হবে। রঙ্গোলি লিখেছেন, এইরকম সাজার জন্য তাঁর বাবা কঙ্গনাকে বকেও ছিল, তবে তিনি তখন সেকথায় পাত্তা দেননি।


আরও পড়ুন-নিঃশব্দে মানুষের জন্য কাজ করছেন সলমন, ছবি পোস্ট করে জানালেন সলমন ভক্তরা



প্রসঙ্গত, গোটা দেশে যখন লকডাউ, তখন কঙ্গনা রয়েছেন তাঁর হোমটাউন মানালি-তে। সেখানে কখনও মায়ের আদর খেতে, কখনও আবার মায়ের কাছে বসে মাথায় তেল মালিশ করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। কখনও আবার ছোট্ট বোনপো পৃথ্বীকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।


আরও পড়ুন-'লকডাউনে রাস্তার কুকুরদের একটু খেতে দিন', পোষ্যের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে আবেদন 'রাসমণি' দিতিপ্রিয়ার






প্রসঙ্গত, খুব শীঘ্রই 'ধকড়' ও 'থলাইভি' ছবিতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।


আরও পড়ুন-'রতন কাহারকে গানের রয়্যালটি দিতে চাই', বললেন বাদশা