Kangana Ranaut: খালিস্তানিদের `জিহাদি` তকমা! কঙ্গনার মুখে `অখণ্ড ভারত`-এর বার্তা
খালিস্তানিদের `জিহাদি` তকমা দিয়ে, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেন বলিউডের `কুইন`।
নিজস্ব প্রতিবেদন: এবার খালিস্তানিদের বিরুদ্ধে সরব হলেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। খালিস্তানিদের 'জিহাদি' তকমা দিয়ে, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেন বলিউডের 'কুইন'।
শুক্রবার ছবির প্রমোশনের সময় এই বিষয়ে মুখ খোলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, "পাঞ্জাব ভারতের অবিচ্ছেদ্য অংশ। কেউ চাইলেই আমরা তাঁদের পাঞ্জাব দিয়ে দেব না। এরা বাইরের মদতপুষ্ট জঙ্গি। সাধারণ মানুষ এদের সমর্থন করে না। আমরা ভারতীয় এবং আমরা অখণ্ড ভারতের পক্ষে।" এরপর তিনি আরও বলেন, "জিহাদি বা খালিস্তানিরা যা শুরু করেছে, সরকারকে অনুরোধ করব কঠোর হাতে তা দমন করার।"
২০ মে মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নয়া ছবি 'ধক্কড়'। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, দিব্য দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়।