``অঙ্কিতাই আমাকে বলেছেন, সুশান্ত আমার মতোই ছিল, অপমান মানতে পারত না``, দাবি কঙ্গনার
অঙ্কিতাই তাঁকে বলেছিলেন, যে সুশান্তকে বলিউডে কীভাবে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের 'স্বজনপোষণ', 'দলবাজি'র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি, এক সাক্ষাৎকারে কঙ্গনা খোলসা করেছেন, অঙ্কিতাই তাঁকে বলেছিলেন, যে সুশান্তকে বলিউডে কীভাবে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছিল। তাঁকে একপ্রকার এক ঘরে করে দেওয়া হয়েছিল।
'টাইমস অফ ইন্ডিয়া'-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ''আমার বন্ধু, তথা, মণিকর্ণিকার সহ অভিনেত্রী অঙ্কিতাই আমাকে বলেছিল, সুশান্তকে কেরিয়ারের শুরু থেকে কীভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। আর সুশান্ত অপমান সহ্য করতে পারত না। সুশান্ত টেলিভিশন থেকে উঠে এসেছিল, তাই তাঁকে অডিশনের পর অডিশন দিতে হয়েছিল, আর প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল। অথচ, তারকা হওয়ার পরও সুশান্ত মাটিতে পা রেখেই চলত।''
আরও পড়ুন-হৃত্বিকের কারণেই সুশান্তের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন! আফসোস কঙ্গনার
কঙ্গনার কথায়, ''অঙ্কিতার কথায়, সুশান্ত একেবারেই মোটা চামড়ার মানুষ নন। শুরুর দিকে টুইটার, ফেসবুকে ভক্তদের কথার জবাব দিত ও। কেউ কিছু বললে বা লিখলে ও তাঁকে বোঝাতে যেত। প্রশ্ন করত কেন ওর সম্পর্কে এমন ভাবা হচ্ছে? যেমন ভাবা হচ্ছে ও তেমন নয়। অঙ্কিতা ওকে বোঝাত, যে উত্তর দেওয়ার দরকার নেই। সকলের নিজস্ব চিন্তাভাবনা থাকে। এত কেন ভাবছ? কিন্তু ও বিষয়টা মানতে পারত না।''
কঙ্গনা সাক্ষাৎকারে আরও বলেন, ''অঙ্কিতা আমায় বলেছে, সুশান্ত একেবারেই আমার মত ছিল। বুদ্ধিমানরা সমস্ত গসিপ থেকে নিজেকে দূরে রাখতেই চায়। তবে সুশান্তের সমস্য ছিল, ও বলিউডের কাছ থেকে মান্যতা, চেয়েছিল। গ্রহণযোগ্য হয়ে উঠতে চেয়েছিল ও। যেটা ওকে দেওয়া হয়নি। আসলে কেরিয়ারের শুরুর দিকে সুশান্তের মত ভুল আমিও করেছি। যাঁরা ছোট শহর থেকে আসেন, তাঁরা হয়ত এই ভুলটাই করেন।''
কঙ্গনার কথায়, ''আমিও কেরিয়ারের শুরুর দিকে বলিউডের কাছে গ্রহণযোগ্যতা পেতে অনেককিছু করেছি। চুল স্ট্রেট করেছিলাম, বোটক্স করে ঠোঁট মোটা করেছিলাম। আমিও গাধার মতো কিছু ছবিতে সই করেছি, বিকিনি পরেছি। শুধুই গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আমি তখন বি-গ্রেড ছিলাম, কেউ আমায় গ্রহণ করেনি।''