নিজস্ব প্রতিবেদন: করোনা থেকে সেরে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবারই তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এরপরেই ফের ফুল ফর্মে ফেরত এসেছেন কুইন। কী কী শিখলেন অতিমারি থেকে সে সম্পর্কে লিখেছেন ইন্সটাগ্রাম স্টোরিতে। যেসব তারকা কোভিড সাহায্যে ফ্যানদের কাছে অনুদান চেয়ে পোস্ট করেছেন তাঁদের এবার একহাত নিলেন কঙ্গনা। 'নিজে বড়লোক হয়ে গরীবদের থেকে দয়া করে ভিক্ষা চাইবেন না', কড়া আক্রমণ কঙ্গনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই অতিমারিতে যা শিখলেন বলে কঙ্গনা জানাচ্ছেন, 'কোভিডের বিরুদ্ধে সাহায্যে যে কেউ এগিয়ে আসতেই পারেন। প্রত্যেকের গুরুত্ব রয়েছে। কিন্তু নিজের অবস্থানটা বোঝা জরুরি। ধনীরা অনুদান সংগ্রহ করার কোনো মানেই হয় না। ধনীরা নিজের টাকায় সাহায্য করুন।' এছাড়াও পরিবেশ বাঁচানোর বার্তা দেন অভিনেত্রী। 


আরও পড়ুন: 'ফ্যামিলি ম্যান' মনোজকে নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে, স্ট্রিমিং শুরু ৪ জুন


প্রসঙ্গত, মাসখানের আগেই ভারতকে কোভিড সাহায্যের জন্য অনুদান সংগ্রহ শুরু করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopda)। এখনও পর্যন্ত ২২ কোটি টাকায় পৌঁছেছে তহবিল। অনুদান সংগ্রহ করেছেন বিরাট-অনুস্কাও। তাঁদের তহবিল এখনও পর্যন্ত ১১ কোটি ছুঁয়েছে। 



আরও পড়ুন: করোনা আক্রান্ত বৃদ্ধার পাশে Rituparna, সিঙ্গাপুরে বসেই ভর্তি করালেন হাসপাতালে