Kangana Ranaut: ২০২২-র দসেরায় মুক্তি পাবে `তেজস`, সোশাল মিডিয়ায় প্রকাশ পেল প্রথম লুক
সিনেমাটি কঙ্গনা অভিনীত একজন সাহসী মহিলা পাইলটকে ঘিরে আবর্তিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) অভিনীত 'তেজাস' (Tejas) মুক্তি পেতে চলেছে ৫ অক্টোবর, ২০২২-এ। সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। এই চলচ্চিত্রটি ভারতীয় বিমান বাহিনীর পাইলট তেজস গিলকে (Tejas Gill) নিয়ে তৈরি। কঙ্গনা অভিনয় করেছেন তেজসের চরিত্রে। আগামী দসেরায় প্রেক্ষাগৃহে সশস্ত্র বাহিনীর সম্মানে এটি মুক্তি পাবে।
কঙ্গনা অভিনীত এই সিনেমাটি একজন সাহসী মহিলা পাইলটকে ঘিরে আবর্তিত হয়েছে। কীভাবে মহিলা পাইলটরা আমাদের দেশকে বহিরাগত শক্তির হাত থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। এটি দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
আরও পড়ুন: KMC Vote: পর্যাপ্ত ভিভিপ্যাট নেই, পুরভোটে ইভিএম ব্যবহারে আপত্তি রাজ্য বিজেপির
সিনেমাটির রচনা এবং পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা (Sarvesh Mewara)। তেজসের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ফিল্মটি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর (Uri: The Surgical Strike) পরে সশস্ত্র বাহিনীর বিষয়ে আরএসভিপি মুভিজের (RSVP Movies') দ্বিতীয় ছবি।