নিজস্ব প্রতিবেদন : হাতে মদিরার গ্লাস, সাদা বরফের চাদরে ঢাকা মানালিতে পরিবারের সঙ্গে তুষার নিয়ে খেলাধুলো ও মজা মশকরায় ব্যস্ত বলিউডের 'কুইন' কঙ্গনা। সম্প্রতি, টিম কঙ্গনা রানাওয়াতের তরফে অভিনেত্রীর এমনই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খ্রিস্টমাসের ছুটি কাটাতে বেশিরভাগ বলিউড তারাকারা যখন বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, তখন কঙ্গনা পৌঁছে গিয়েছেন নিজের হোম টাউন মানালিতে। হিমচল প্রদেশের মানালির মত জায়গায় যাঁর বাড়ি, তাঁর সুুইৎজারল্যান্ড সহ বিভিন্ন পাহাড়ের দেশে ঘুরতে যাওয়ার হয়তবা সত্যিই প্রয়োজন নেই। মুম্বইয়ে কর্মসূত্রে থাকলেও পাহাড়ি কন্যা কঙ্গনার বরাবরই পাহাড় পছন্দের। নিজের হোমটাউনে ৩০ কোটির বাড়ি বানিয়েছেন অভিনেত্রী। পাহাড়ের কোলে পাহাড়ি ধাঁচে কঙ্গনার বিলাসবহুল সেই বাড়ি দেখলে আপনিও মুগ্ধ হবেন। তাই কাছের ফাঁকতালে প্রায়দিনই মুম্বই ছেড়ে মানালিতে নিজের পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করেন 'কুইন'।


আরও পড়ুন-দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অমিতাভ বচ্চন






খ্রিস্টমাসের ছুটিতে মানালিতে গিয়ে খুশিতে উচ্ছ্বল কঙ্গনাকে যেভাবে বরফ নিয়ে খেলতে দেখা গেল, তা খানিকটা শিশুর মতোই। 


আরো পড়ুন-সুইৎজারল্যান্ড নয়, হোমটাউন তুষারপাতে মজলেন কঙ্গনা




সম্প্রতি 'পাঙ্গা' ছবির শ্যুটিং সেরেছেন কঙ্গনা। যে ছবিতে ফের একবার মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে 'পাঙ্গা'।