ওয়েব ডেস্ক: ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত।  অভিনয়ে তিনি বরাবরই দক্ষ। আর তার প্রমাণ বারবারই দিয়েছেন। যে ছবিতেই হাত দেন, তাই সাফল্যের মুখ দেখে। তবে এবার নতুন পরিকল্পনা রয়েছে তাঁর মাথায়। এবার তিনি ক্যামেরার পিছনে দাঁড়াতে চলেছেন। মানেটা এখনও বুঝতে পারলেন না? আরে বাবা এবার পরিচালকের ভূমিকায় দেখা যেতে চলেছে বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতকে।


এই প্রসঙ্গে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন যে, তাঁর মাথায় একটি কমেডি ছবি রয়েছে। এবং সেই ছবি তিনি নিজে পরিচালনা করতে চলেছেন। অভিনেত্রী হিসেবে তো তিনি নিজেকে দক্ষ প্রমাণ করেছেনই। এবার পরিচালক হিসেবে তিনি কতটা দক্ষ, তা সময়ই বলবে।