ওয়েব ডেস্ক: বলিউডে স্বজনপোষণ নিয়ে আরও একবার সরব হলেন বলি ক্যুইন কঙ্গনা। স্টার কিডদেরকে বলিউড ব্রেক দেওয়ার পিছনে কঙ্গনা আগেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন করণ জোহরকে। এবার তিনি বলিউডের চিরাচরিত সিস্টেমকে খোঁচা দিলেন ফেমিনিজিম অস্ত্রে। 'কজ, আই হ্যাভ ভেজাইনা', বাংলা করলে যা দাঁড়ায়, 'কারণ, আমার যোনি আছে', এই প্যারোডিতেই ঝড় তুললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু যোনিতে থেমে না থকে, গানে জোড়া হয়েছে ফ্রন্ট ক্লিভেজ শো করার মত বিষয়ও। এই গান নাকি লিঙ্গবাদী বলিউডের ওপর থাপ্পড়, এমনই মত ভেগাবম্বের মতো ওয়েবসাইট।
তবে অনেকের মতে, নিজের ছবি 'সিমরন'-এর মুক্তির আগে এটা আসলে কঙ্গনার পাবিলিসিটি স্টান্ট। আর এখানেই কঙ্গনার এই পাবলিসিটি স্টান্টের নিন্দা করে অনেকে বলছেন, ফেমিনিজিম নিয়ে গলাবাজি করে সিনেমার প্রচার করা অনৈতিক। এতে নারীর প্রতি শ্রদ্ধার বদলে নারীকে ছোট করাই হয়।           


বলিউড নায়িকারা 'লিঙ্গ বৈষম্যের শিকার' এই অভিযোগও এনেছেন কঙ্গনা।


বিতর্কের মধ্যমণি কঙ্গনার এই আচরণের নিন্দা করে বি-টাউন বলছে, 'ইকুয়্যালিটির প্রশ্নে লড়ছেন না কঙ্গনা। বরং ফেমিনিজিমকে হাতিয়ার করে লাইম লাইটে থাকার প্রচেষ্টাই অবিরাম চালিয়ে যাচ্ছেন তিনি।'