নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকবারের মতো এবারও মুম্বইয়ে চলছে ল্যাকমে ফ্যাশান উইক ২০১৯। ল্যাকমে ফ্যাশান উইকের র‌্যাম্পে রোজই জলবা দেখাতে দেখা যাচ্ছে কোনও না কোনও তারকাক। ল্যাকমে ফ্যাশান উইকের শেষ দিনে র‌্যাম্পে হাঁটতে দেখা গেল দুই কাপুর নন্দিনী, করিনা ও করিশ্মাকে।  একজন কালো , তো অন্যজন সাদা ডিজাইনার পোশাকে মুগ্ধ করলেন তাঁরা। দেখুন তাঁরই ঝলক। ডিজাইনার শান্তনু নিখিলের পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন করিনা। আর করিশ্মাকে দেখা যায় পুনিত বালানার ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হাঁটের করিশ্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হঠাৎই মঞ্চ থেকে ঝাঁপ দিলেন রণবীর, তারপর? দেখুন কী কাণ্ড...






ল্যাকমে ফ্যাশান উইকের হাঁটেন শর্মিলা কন্যা সোহা আলি খানও।


আরও পড়ুন-রণবীরকে ভালোবেসে সমকামী হতেও তৈরি রাজকুমার!



এদিকে ল্যাকমে ফ্যাশান উইকের র‌্যাম্পে শ্রিয়া সোমের পোশাকে লিসে হেডেন যেন স্বপ্ন সুন্দরী।


আরও পড়ুন-ক্যান্সারের কাছে হার না মানার মন্ত্র শেখালেন তাহিরা, পোস্ট করলেন টপলেস ছবি...



শৈলেশ সিংঘানিয়ার পোশাকে র‌্যাম্পে হাঁটলেন অদিতি রাও হায়দারি।



ডিজাইনার পোশাকে মুগ্ধ করলেন ডায়না পেন্টি, আদিত্য রয় কাপুরা। মিশরুর পোশাকে দেখা যায় ডায়নাকে, আর আদিত্য রয় কাপুর পরেছিলেন কুণাল রাওয়ালের পোশাক।




কালো গাউনে মুগ্ধ করলেন ভূমি পেডনেকার। চমক দিলেন করণ জোহরও। করণ, ভূমিদের সঙ্গে র‌্যাম্পে দেখা গেল ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফকেও।





রবিবারই ছিল ল্যাকমে ফ্যাশান উইকের ফাইনাল ডে।