ওয়েব ডেস্ক: ‌তিনি যা-ই পরুন না কেন সেটাই ফ্যাশন ট্রেন্ড হয়ে দাঁড়ায়।  নবাব বেগম বলে কথা।  সাধারণ সাজগোজও তাঁর চেহারায় গর্জিয়াস লাগে। তা ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, সবকিছুইতেই  একেবারে পারফেক্ট করিনা কাপুর খান।  ‌যেখানেই ‌যান না কেন পাপারাজ্জিদের নজর পড়ে তাঁর উপর। তাঁর উপস্থিতিতে ঝলসে ওঠে ক্যামেরার  ফ্ল্যাশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক ‌যেমনটা হল দিল্লির জুয়েলারি শপের অনুষ্ঠানে গিয়ে। অনুষ্ঠানে বেবো গিয়ে পৌঁছতেই সকলের নজর ঘুরে ‌‌যায় তাঁর দিকেই।  একেবারে ভারতীয় পোশাকেই উপস্থিত হয়েছিলেন নবাব বেগম।  আর অবশ্যই আর পাঁচদিনের মতই নিজস্ব স্টাইলে এদিনও সবার নজর কাড়লেন করিনা।


আরও পড়ুন-‘‍টয়লেটেই মর্নিং ওয়াক’‍, অক্ষয় পত্নী টুইঙ্কলের টুইটে মশকরায় নেটিজেনরা








কিছুদিন আগেই '‍মা' হয়েছেন। অথচ,এই কদিনের মধ্যেই করিনা ওজন ঝরিয়ে একেবারে ফিট।  '‍জাস্ট পারফেক্ট'‍ বললেও কম বলা হয়।


আরও পড়ুন-বোন রিয়ার বিয়ের আরও অনেক ছবি শেয়ার করলেন রাইমা