‘টয়লেটেই মর্নিং ওয়াক’, অক্ষয় পত্নী টুইঙ্কলের টুইটে মশকরায় নেটিজেনরা
ওয়েব ডেস্ক : অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারের 'টয়লেট-এক প্রেম কথা' বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। ফিল্মটি দেখতে হলমুখি হচ্ছেন দর্শকরা। তবে 'টয়লেট এক প্রেম কথা'র প্রথম দৃশ্যটা বোধহয় দেখালেন অক্ষয় পত্নী টুইঙ্কের খান্না। আর এর দ্বিতীয় ভাগটা অবশ্যই দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
বুঝতে পারলেন না তো?
আসলে দৃশ্যটা দেখা গেছে শনিবার সকালে, মুম্বইয়ের ভারসোভা সৈকতে তখন ট্যুইঙ্কল প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন। এই দৃশ্যটা অবশ্যই পরিচালক নারায়ণ সিং এর সিনেমার মত এতটাও সুখকর ছিল না। আসলে যা দেখা গেল, ৪২ বছর বয়সী এক ব্যক্তি সমুদ্রতীরে খোলা জায়গায় বসে শৌচকর্ম সারছিলেন। আর সেই ছবি তুলতে নিজেকে বিরত রাখতে পারেননি টুইঙ্কল। টুইট করে ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছে।
আরও পড়ুন- পিসিমণির 'সাধ'-এ গিয়ে 'মস্তি'র সঙ্গে মস্তিতে ক্ষুদে তৈমুর
Good morning and I guess here is the first scene of Toilet Ek Prem Katha part 2 #WhenYourWalkGoesDownTheToilet pic.twitter.com/tfyTQs8BFM
— Twinkle Khanna (@mrsfunnybones) August 19, 2017
টুইঙ্কল মজা করে আরও লিখেছেন যখন প্রকৃতির ডাক আসে তখন আর কেউ প্রতীক্ষা করতে পারে না। কারণ, পাবলিক টয়লেট সমুদ্রতীর থেকে প্রায় ৭-৮ মিনিটের হাঁটা পথ। লোকটির বোধহয় অতক্ষণ হেঁটে যাওয়ার সময় ছিল না।
আরও পড়ুন- মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'ইয়েতি অভিযান'-এর ট্রেলার
Exactly!The public toilet is a 7-8 minute walk from this particular spot... https://t.co/4533Q4YbWy
— Twinkle Khanna (@mrsfunnybones) August 19, 2017
টুইঙ্কল খান্নার টুইটারে প্রায় ৩১.২ লক্ষ ফলোয়ার। তাই ছবিটি টুইট করার সঙ্গে সঙ্গে সিনেমার দ্বিতীয় পার্ট-টা শুরু হয়ে গিয়েছিল সেখানেই। হাসি, মজা ও কৌতুকের বন্যা বয়ে গেল। টুইঙ্কলের টুইট দেখামাত্র পাল্টা টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি লিখেছেন মুম্বই ক্রমাগত খোলা জায়গায় শৌচকর্মের কেন্দ্র হয়ে উঠেছে, যার প্রমাণ মিসেস খান্নার টুইট।
Great news for Mumbai !
Congratulations to all Mumbaikars!
Mumbai becomes Open Defacation Free (ODF).
Good job BMC and Shri Ajoy Mehta ! pic.twitter.com/WfIQJQmeSs— Devendra Fadnavis (@Dev_Fadnavis) July 7, 2017
পাশাপাশি টুইঙ্কেলের পোস্ট করা এই ছবিটি নিয়ে টুইটারে মশকরা করেছেন আরও অনেকেই।
He might be desperate and couldn't wait to go to the public toilets lol
— Seema Desai (@SeemaSeema2984) August 19, 2017
It's daily morning scene towards the end of the juhu /Versorva beach #ToiletEkPremKatha
— Sameera Gawandi (@sameeratweeter) August 19, 2017
Poor guy might be looking for some fresh air to get fresh.
— Abhinav Sharma (@abhi_9717) August 19, 2017
Smell of fresh air!!! Lucky you
— Meenu Arora (@MeenuKumarr) August 19, 2017
7-8 minute is good amount seeing the amount of pressure built up.
— Ankur Goel (@ankurinnovator) August 19, 2017
But Mumbai is defecation free as per @Dev_Fadnavis
— Lajan (@DilawarTalkies) August 19, 2017
Mindset doesn't change with 1 film...Moreover, probably the gut responds beautifully to audio-visual stimulation of the crashing waves...
— Ramani Narasimhan (@ramanirn) August 19, 2017
That's shitty.. literally!! Mumbai is not that bad with Paid Toilets..what's wrong ppl..
— Isha SG (@IshaSG) August 19, 2017
It's really sad the despite of govt has constructed ample of toilets still ppl are not habitual to use toilets still they love to go in open
— Dhairyaa Taneja (@dtanejas) August 19, 2017
We blame villages see even Mumbai beach is not hygiene
— Being_Stranger (@Being_Stranger) August 19, 2017