নিজস্ব প্রতিবেদন : মাত্র ১৭ মাস বয়স। কিন্তু, এই বয়সেই নাকি মায়ের ছোঁয়া, মায়ের আদর থেকে বেশিরভাগ সময় দূরে থাকতে হয় তাকে। বুঝতেই পারছেন, তৈমুরের কথাই হচ্ছে। করিনা নাকি একেবারেই সময় দেন না নিজের ছেলেকে। সব সময় শুটিং, প্রমোশন নিয়ে ব্যস্ত থাকেন বেগম সাহেবা। আর সেই কারণেই ছেলেকে বেশি সময় দিতে পারেন না করিনা। বেবোকে ঘিরে এমন সমালোচনা প্রায়শই শোনা যায়। কিন্তু, এবার নিন্দুকদের যোগ্য জবাব দিলেন করিনা কাপুর খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : স্টেজে উঠে যেন আগুন ঝরালেন জিনাত, শাবানা, ভাইরাল ভিডিও


করিনা বলেন, ন্যানির কোলে থাকা মানেই তৈমুরকে তিনি সময় দেন না, এটা একেবারেই নয়। শুধু তাই নয়, ১৭ মাসের শিশুকে কীভাবে বড় করে তুলতে হবে এবং কতটা সময় দিতে হবে, তা ভাল করেই তিনি জানেন বলেও মন্তব্য করেন অভিনেত্রী। পাশাপাশি, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা নিয়ে কারও কাছ থেকে পরামর্শ বা জ্ঞানও তিনি শুনতে চান না বলেও স্পষ্ট জানান করিনা।


আরও পড়ুন : আবার বিয়ে করছেন করিশ্মা?


সম্প্রতি ‘ভিরে দি ওয়েডিং’-এর মুক্তির পর লন্ডনে পাড়ি দিয়েছেন করিনা কাপুর খান। আপাতত সেখানেই সইফ এবং তৈমুরকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত বেবো।