নিজস্ব প্রতিবেদন : ​বর্তমানে মা-বাবার সঙ্গে পতৌদি রাজপ্রাসাদে রয়েছে ছোট্ট তৈমুর। মুম্বই থেকে দূরে পতৌদি রাজপ্রাসাদে নিরিবিলিতে সময় কাটছে নবাব-বেগমদের। ফলে মুম্বইতে যে প্রিয় মানুষদের চোখে হারাচ্ছেন করিনারা,তা স্পষ্ট করে দেন অভিনেত্রী। বাবা-মায়ের মতো তৈমুরও তাঁর প্রিয় বন্ধুদের 'মিস' করছে। এবার করিনার শেয়ার করা একটি ছবি থেকেই তা স্পষ্ট হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ''মাত্র কয়েকটা মাস রয়েছে সঞ্জয় দত্তের হাতে?'' কী বলল অভিনেতার পরিবার!



নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি নতুন ছবি শেয়ার করেন করিনা কাপুর খান। যেখানে রায়ানকে শুভ জন্মদিন বলে ভালবাসা জানায় তৈমুর। রায়ান লাদাক হল অমৃতা অরোরার ৮ বছরের ছেলে। মঙ্গলবার অমৃতার ছেলে রায়ানের জন্মদিন। মুম্বইতে না থাকায়, তাই রায়ানকে সোশ্যাল সাইটে জন্মদিনের ভালবাসা জানায় তৈমুর।


আরও পড়ুন : সইফের বিস্ফোরণ, ৮০০ কোটি দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করেন অভিনেতা


সম্প্রতি লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে পতৌদি রাজপ্রাসাদে চলে যান সইফ আলি খান, করিনা কাপুর খান এবং তৈমুর আলি খান। সেখানেই বেশ কয়েকদিন কাটিয়ে সইফ-করিনারা মুম্বইতে ফিরবেন বলে খবর।