সইফের বিস্ফোরণ, ৮০০ কোটি দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করেন অভিনেতা

Oct 19, 2020, 17:15 PM IST
1/5

তৈমুরের পর এবার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হওয়ার পর লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে পতৌদি রাজপ্রাসাদে পাড়ি দিয়েছেন সইফ-করিনা। সেখানেই আপাতত নিরিবিলিতে সময় কাটছে নবাব-বেগমের। পতৌদি রাজপ্রাসাদ নিয়ে এবার কার্যত বিস্ফোরণ ঘটান সইফ আলি খান

2/5

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সইফ আলি খান জানান, তাঁর বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর সময় একটি হোটেল কোম্পানিকে লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। যে হোটেল চেনের হাত থেকে পতৌদি রাজপ্রাসাদ ফিরে পেতে সইফকে ৮০০ কোটি টাকা মূল্য চোকাতে হয়। পৈতৃকভাবে তিনি পতৌদি রাজপ্রাসাদ পেয়েছেন বলে ভাবলে ভুল হবে। সংশ্লিষ্ট হোটেল চেনের কাছ থেকে বিপুল অর্থ দিয়ে তবেই পতৌদি রাজপ্রাসাদ তাঁকে ফিরে পেতে হয়েছে বলে জানান সইফ 

3/5

মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর নীমরানা হোটেল চেনের মালিকরা তাঁকে জানান, রাজপ্রাসাদ ফিরে পেতে হলে ৮০০ কোটি দিতে হবে তাঁকে। প্রসঙ্গত ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপের কাছে লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ

4/5

১০ একর জমিতে তৈরি হয়েছে পতৌদি রাজপ্রাসাদ। যেখানে ১৫০টি ঘর রয়েছে। রয়েছে ৭টি শোয়ার ঘর। ৭টি হলঘর। ৭টি বিলিয়ার্ড খেলার ঘর।

5/5

শেষ নবাব ইফতিকার আলি খান পতৌদির পর ওই রাজপ্রাসাদ পৈতৃকভাবে হাতে পান সইফের বাবা মনসুর আলি খান পৌতদি। বীর জারা, মঙ্গল পান্ডে., মেরে ব্রাদার কি দুলহান-সহ একাধিক সিনেমার শ্যুটিং করা হয়েছে পতৌদিদের এই রাজপ্রাসাদে