নিজস্ব প্রতিবেদন: ​অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় কেমন দেখতে হয়েছে করিনা কাপুর খানকে, এবার সেই লুক প্রকাশ্যে আনলেন বেবো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন করিনা। যেখানে কফির কাপ হাতে নিয়ে বিভিন্ন মুডে পাউট করতে দেখা যায় অভিনেত্রীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন... 


 



করিনার সেই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিনের পাশাপাশি অর্জুন কাপুরকেও মন্তব্য করতে দেখা যায় করিনার ওই ছবিতে।


সম্প্রতি তৈমুরকে নিয়ে ধরমশালায় যান করিনা কাপুর খান। ভূত পুলিসের শ্যুটিং উপলক্ষ্যে সইফ ধরমশালায় থাকায়, সেখানে পাড়ি দেন বেবো। পাহাড়ের রাজ্যে গিয়ে তৈমুর কী কী করে সময় কাটায়, সেই সবকিছু প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এমনকী, ছেলেকে নিয়ে তিনি যে মৃৎশিল্পীদের ডেরায় গিয়েও অনেক কিছু শিখিয়েছেন, সেই ছবিও শেয়ার করেন নবাব-ঘরণী।