নিজস্ব প্রতিবেদন : শুক্রবার গোটা দেশ জুড়ে মুক্তি পাচ্ছে পরিচালক রিয়া কাপুরের সিনেমা ‘ভির দি ওয়েডিং’। সিনেমা মুক্তি পাওয়ার এবার ছেলের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন করিনা কাপুর খান। যেখানে ছেলেকে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায় করিনাকে। কিন্তু, পাপারাত্জির সামনে আসতেই পোজ দিতে শুরু করে নবাব পুত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিয়ের জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিলেন করিনা


করিনার পরণে নীল পালাজোর সঙ্গে সাদা রঙের টিশার্ট থাকলেও, তৈমুরকেও দেখা যায় সাদা রঙের ট্যাঙ্ক টপ পরতে। সেই সঙ্গে ছিল তার কমলা রঙের জুতো। সবকিছু মিলিয়ে মায়ের সঙ্গে তালে তাল মিলিয়েই ক্যামেরার সামনে তাকাতে পোজ দিতে দেখা যায় তৈমুরকে। দেখুন সেই ছবি..




জানা যাচ্ছে, 'ভির দি ওয়েডিং' মুক্তির আগে তৈমুরকে নিয়ে সোজা মা ববিতা কাপুরের বাড়িতে চলে যান করিনা। আর সেখানেই তাঁকে ঘিরে ধরে পাপারাত্জি। এদিকে তৈমুর সবে সবে কথা বলতে শিখছে। ‘আব্বা’, ‘গাম’ এবং ‘বেবি’, এই ৩টি শব্দই এখন শোনা যাচ্ছে তৈমুরের মুখে। যা নিয়ে উচ্ছ্বসিত সইফ আলি খান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সেই কথা জানিয়েছেন সইফ। পাশাপাশি তৈমুর চাঁদ দেখতে ভালবাসে। সময় পেলেই তৈমুর চাঁদ দেখান বলেও জানিয়েছেন সইফ।