নিজস্ব প্রতিবেদন: অবশেষে দ্বিতীয় সন্তানের ছবি সামনে আনলেন করিনা কাপুর খান। শুক্রবার, নিজেই ইনস্টাগ্রামে ছোট ছেলের ছবি শেয়ার করেন বেবো। করিনার শেয়ার করা ছবিতে সইফ ও তৈমুরকে ছোট্ট শিশুটির সঙ্গে খেলতে দেখা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবি শেয়ার করে করিনা লিখেছেন, ''সপ্তাশেষে আমার এভাবেই কাটছে, বন্ধুরা আপনাদের কেমন কাটছে? '' যদিও করিনা তাঁর শেয়ার করি ছবিতে কায়দা করে ছেলের মুখ ঢেকে রেখেছেন। 


আরও পড়ুন-জন্মদিনের পার্টিতে বিকিনি পরে তুমুল নাচ Mandira Bedi-র, ভাইরাল ভিডিয়ো



এর আগে দাদু রণধীর কাপুর (করিনার বাবা) ভুল করে তৈমুরের ছোটবেলার ছবির সঙ্গে ছোট নাতির ছবি শেয়ার করে ফেলেছিলেন। ছবি শেয়ার করার কয়েক সেকেন্ডের মধ্যেই তা ডিলিট করে দেওয়া হয়। তবে ওই অল্প সময়েই ওই ছবির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 



গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে করিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। করিনা দ্বিতীয়বার মা হওয়ার পর তাঁকে দেখতে হাসপাতালে হাজির হয়ে যায় গোটা কাপুর পরিবার। রণধীর কাপুরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিল, তাঁর সব বাচ্চাদের একইরকম মনে হয়। তবে বাড়ির খুদে সদস্যকে তৈমুরের মতো দেখতে হয়েছে বলে হাসপাতালে সবাই আলোচনা করছেন বলে জানিয়েছিলেন রণধীর কাপুর।