নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য সবাই এগিয়ে আসুন। মেনে চলুন লকডাউন। সম্প্রতি এভাবেই ভক্তদের কাছে বার বার আবেদন করে কার্তিক আরিয়ান। আর এবার করোনা ভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটির অনুদান দেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : লকডাউনে যেন কেউ অভুক্ত না থাকেন, নিরাপত্তারক্ষীদের খাবারের দায়িত্ব নিলেন সলমন


তিনি বলেন, প্রত্যেকে যে যাঁর নিজের সাধ্যমতো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করুন। সাধারণ মানুষের মধ্যে অনেকেই রয়েছেন, যাঁরা অসুবিধায় পড়েছেন। সেই সব মানুষদের সাহায্যের জন্য প্রত্যেকের এগিয়ে আসা উচিত। কারণ সাধারণ মানুষের জন্যই তাঁরা ইন্ডাস্ট্রিতে নাম, যশ করে রোজগার করছেন বলেও জানান কার্তিক আরিয়ান।


আরও পড়ুন : করোনা রুখতে বাড়ছে প্রভাসের অনুদানের বহর, ৪ কোটির পর ৫০ লক্ষ নিয়ে হাজির 'বাহুবলি'


কার্তিক আরিয়ানের পাশাপাশি অক্ষয় কুমার, প্রভাস, হৃত্বিক রোশন, সলমন খান-সহ একাধিক সেলেব এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করে।