নিজস্ব প্রতিবেদন : বোন খারাপ রুটি বানিয়েছেন, সেকারণে তাঁকে চুল ধরে টানতে টানতে বারান্দা নিয়ে যাচ্ছেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। আর তা নিয়েই জোর বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের মুখে পড়ে অবশেষে ভিডিয়োটি নিজের পেজ থেকে ডিলিট করেন কার্তিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কার্তিক যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন সেটি তিনি তাঁর বোন কার্তিকার সঙ্গে মিলে বানিয়েছিলেন। ভিডিয়োটি খানিকটা টিকটক ধরনের। যেখানে বোন খারাপ রুটি বানানোয় বিরক্ত কার্তিক বলেন, তিনি কোয়ালিটির সঙ্গে সমঝোতা করবেন না। এই বলে বোনের চুল ধরে বারান্দায় নিয়ে গিয়ে একপ্রকার ফেলে দেওয়ার উপক্রম। আর এই ভিডিয়োতে গার্হস্থ্য হিংসার ছবিই ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকেই। ভিডিয়োটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন অনেকেই। সকলেরই বক্তব্য লকডাউনে তারকারা যেখানে গার্হস্থ্য হিংসা নিয়ে সরব, সেখানে কার্তিক কীভাবে গার্হস্থ্যকে উস্কে দিচ্ছেন?


আরও পড়ুন-লকডাউনে ছোট্ট লক্ষ্যকে আইস-কিউব পেইনটিং শেখালেন তুষার কাপুর



কার্তিকের কাণ্ডকারখানায় বিরক্ত আর জে ইরা বলেন, ''নারী বিদ্বেষী ছবিতে অভিনয় করতে করতে নিজেও এধরনের ছবির পরিচালনা করা শুরু করেছেন?'। সোনা মহাপাত্র লেখেন, ''লকডাউনে অনেকেই ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন, আর কার্তিকের এই ভিডিয়ো গার্হস্থ্য হিংসাকে উস্কে দেবে। ''






কার্তিক আরিয়ানের এমন ভিডিয়ো নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় বরুণ ধাওয়ান সহ আরও অনেকককেই।


আরও পড়ুন-লকডাউনের মধ্যেই মা হতে চলেছেন, 'গোদ ভরাই' অনুষ্ঠানে 'কুসুম' অভিনেত্রী রুচা গুজরাটি



তবে কার্তিক ভিডিয়োটি তুলে নেওয়ার পর ফের আরও একটি টুইটে সোনা মহাপাত্র লেখেন, ''কার্তিক ভিডিয়োটি তুলে নিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন। আশাকরি সিনেমাতেও কার্তিক দায়িত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।''



তবে এত বিতর্কের পরও কার্তিক আরিয়ান অবশ্য বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।


আরও পড়ুন-আমিরের বাড়ি ছেড়ে মায়ের কাছে গিয়ে থাকছেন সঞ্জিদা! বিবাহবিচ্ছেদের পথে জনপ্রিয় দম্পতি?